অণু কাব্য সমগ্র

৩১
মানবতার প্রশ্নে
সূর্য্যের আলো যতোটা সমবন্টিত
মায়াবী চাঁদের আলোয়
বৈষম্য  থাকে, অনুভবের প্রশ্নে;

সমঅধিকার নিয়ে
পৃথিবী সোচ্চার, মিছিলে মিছিলে রাজপথ দখল;
জীবনের মূল্য প্রশ্নে
শ্রেনী বৈষম্যের  নীরবতা

ভন্ড প্রতারক সব!!
আমি তুমি এবং সে

অক্টোবর ৩, ২০২২ বিকেল ৫টা
মিরপুর, ঢাকা

৩২
স্বর্গের মোহে
স্বর্গদৃশ্যের কল্পনার ভ্রমনে
একদল মানুষ ফুটপ্রিন্ট
মুছে ফেলায় মত্ত;

অন্যদল
সংকীর্ন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতেই
প্রজ্ঞা অনুসন্ধানে আসক্ত;
শান্তির বীজ বপনের চেষ্টা করে
মানবতার পতাকা ওড়ানোয় ব্যস্ত।

দু'দলের যুদ্ধে পৃথিবী ক্লান্ত
কেউবা কৃত্তিম আত্মবিশ্বাসে বাড়ন্ত
কেউ কেউ বিভ্রান্ত

নভেম্বর ৪, ২০২২ ভোর ৫টা
ঢাকা এয়ারপোর্ট

৩৩
এই শহরে
মুহূর্তেই মিলিয়ে যায়
জীবনের সজীবতা, আবার
মুহূর্তেই সতেজ হয়;
জীবন্ত মৃত্যুর অবয়ব দেখি।

লোভী মানুষের
ভয়ার্ত মুখগহবর, নরপিচাশের
ক্রমাগত থাবা;
জীবন ও মৃত্যুর সমান্তরাল নিঃশ্বাস
নুইয়ে পড়া টিকে থাকার সংগ্রাম।

তবুও কেন বেচে থাকার ইচ্ছে?
মৃত্যুর কাছে ইচ্ছের দায় নেই
জীবন ওয়ান ওয়ে ট্রাফিক!!!

নভেম্বর ৪, ২০২২ ভোর ৫টা
ঢাকা এয়ারপোর্ট

৩৪
নীরবতা ভালো, কিন্তু
"নির্বাচিত নীরবতা"
উত্তম, গ্রহনযোগ্য এবং শোভন
ইংরেজীতে যাকে বলে
Selective Silence

নির্বাচিত মানে
ব্যাক্তি হতে পারে
কোন ইস্যু হতে পারে কিংবা
কোন প্রেক্ষাপট

আমার জন্য "নির্বাচিত নীরবতা", চর্চা জরুরী

নভেম্বর ৪, ২০২২, সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা

৩৫
বিজ্ঞান কি
ধোয়া তুলসি পাতা?
বিজ্ঞানের ব্যবহারকারীর কারনেই, বিজ্ঞানও প্রশ্নবিদ্ধ হয়;
না হলে, নোবেল পুরস্কারের আবিস্কার হলো কেন?

ধর্ম নিজে প্রশ্নের উদ্রেক করে না
চর্চাকারীর ভুল চর্চার কারনে
লোকে ধর্মকে প্রশ্নবিদ্ধ করে;
প্রশ্নকারীর অজ্ঞতা!!!

ধর্ম বিজ্ঞানকে তোয়াক্কা করে না
বিজ্ঞান ধর্মের অপেক্ষা করে না

নভেম্বর ৫, ২০২২ সব্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৩৬
আমার একটি উলটো রোগ হয়েছে
সবাই যখন মৃত্যুকে ভয় পায়
আমি পাই জীবনকে

জীবন আমার কাছে
ভয়ের ব্যাপার
কয়েকটি অপেক্ষার গল্পের ব্যাপার
কিছু তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার

নভেম্বর ৬, ২০২২, সকাল ৮টা
ঢাকা সিএমএম

৩৭
জীবনের ভ্রমনে ভ্রমনে
একদিন মুছে যাবে আমার অস্তিত্ব;
শৃংখলিত জীবন কাঠামো
থেকে মুক্ত হবো আমি।

হয়তো বিলাপরত সংগীতে
বিদায় হবে আমার;
আমি কিন্তু আনন্দিত থাকবো
মুক্তির নিঃশবাসে

নভেম্বর ৬, ২০২২ বিকেল ৫টা
মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান

৩৮
কিছু মানুষ আয়ুবিলাসী হয়
কেউ কেউ আয়ু হিসেবী;
জরায়ুর গভীরে মানব ভ্রুন
তা নির্ধারন করে না;

পুজিবাদের ঝলক আকর্ষন
ঈশবরের ধমক;
মানুষ দ্বিধা  দ্বন্দে জীবন পার করে
আমাদের বাচা মরা; দুটোতেই
চাদের মতো ক্ষত থাকে।

নভেম্বর ৬, ২০২২ বিকেল ৫টা
মিরপুর বুদ্ধিজীবি কবরস্থান

৩৯
পরিসংখ্যান বলে
পৃথিবীতে মানুষ বাড়ছে প্রতিদিন
নারীর সংখ্যাও বাড়ছে
কিন্তু, সুন্দরী রমণীর সংখ্যা কমছে কেন?

পুজিবাদী কৌশলে
ব্যবসা ফুলে ফেপে উঠছে;
পুরুষের আডার ওয়ার থেকে শুরু করে কনডম পর্যন্ত;
বিজ্ঞাপনে নারীর সরব উপস্থিতি;

পরাধীন নারীকে স্বাধীনতা দিয়েছে পুজিবাদ

নভেম্বর ৬, ২০২২, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৪০
দৃশ্যের প্রকৃত দৃশ্য
কখনোই দেখা হয় না;
আমরা কেবল
দান খয়রাত, সাহায্য
সহযোগীতায় আপ্লুত হই;
নিঃসবার্থ সেবাও দেখি;

উলটোপিঠে নৃশংসতা, ক্রমাগত সমালোচনার তীরবিদ্ধতা দেখি;
ক্লান্ত হয়ে পড়ি
দৃশ্যের পেছনের দৃশ্য জানা হয় না

নভেম্বর ৬, ২০২২ সন্ধ্যে ৭টা
মিরপুর ঢাকা