অনু কাব্য সমগ্র

২৩৬
দেখেছিলাম
তার ঠোট দুটো রক্তলাল
লিপিষ্টিকে আকানো;
অথচ
অদৃশ্য এক কটাক্ষে, হাসোচ্ছলে
দম্ভে বাকানো।

সুন্দরের ভেতর অসুন্দর
অসুন্দরের ভেতর সুন্দর;
সিদ্ধান্ত যার যার
নিজের ভেতর।

ডিসেম্বর ১৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

২৩৭
অবশেষে
জীবনের প্রান্তসীমায় এসে দেখি
স্মৃতিগুলো ক্লান্তিতে ঠাসা
কিছু সুখ স্মৃতি ভাসা ভাসা।

ক্লান্তিঘন স্মৃতির তাপে
বর্তমান ম্রিয়মান;
ভবিষ্যতের উপর্যুপরি চাপে
বর্তমানের সময় গিলে খায়, নিজের মাপে।

ডিসেম্বর ১৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

২৩৮
চারদিকে কঠিন বাস্তবতা
অধিকাংশই নিতে হয় মেনে;
অল্প কিছু পারি নিতে মনে
কিয়দংশে চেষ্টা করি কিছু পরিবর্তনে।

মেনে নিতে পারাটাই সুখ
মনে নিতে চাওয়াটা অসুখ;
পরিবর্তনের প্রত্যাশা বোকামি
বাস্তবতার বাইরে ভিন্ন কিছু ভাবাটা ন্যাকামি।

ডিসেম্বর ১৬, ২০২২ রাত ৮টা
শান্তিনগর, ঢাকা

২৩৯
অপেক্ষা করে থাকে ভবিষ্যত ভয়ংকর
বর্তমান যখন তুচ্ছ তাচ্ছিল্য নির্ভর;
অতীত; জীবনের সাথে লেপ্টে থাকে সুখ এবং কান্নায়
ছুড়ে ফেলতে চাওয়াটাও অন্যায়।

ডিসেম্বর ১৭, ২০২২, সকাল ৮টা
মিরপুর, ঢাকা

২৪০
কিছুদিন আগে থেকে তোমাকে
মিস করা বন্ধ করে দিয়েছি;
ভিন্ন এক সত্তাকে অনুভবে, ধ্যানে রাখছি,
মেনে নেয়ার চেষ্টায় আছি।

মানুষ আর কতটা দিতে পারে
কতটাই বা নিতে পারে?
সবই এক ধরনের ভ্রম,
ক্ষনিকসম

মানুষ নিজের মত করে, নিজের ভবে
শুধু শুধু আর ভনিতা কেন তবে?

ডিসেম্বর ১৭, ২০২২ রাত ৮টা
পথ চলতে চলতে, মিরপুর, ঢাকা