অনু কাব্য সমগ্র
২২১
আমি কেন কবিতা লিখি?
নিজের কাছে
ফিরে যাবার জন্য;
জনসমক্ষে দীর্ঘশ্বাস
লুকোবার উপায় অনন্য।
ডায়রীও লিখতে পারি, তবুও কবিতা লিখি কেন?
শব্দের উপর নিজের
নিয়ন্ত্রন রাখার জন্য;
শব্দ কামারের ভূমিকায়
নিজেকে বাঁচাতে পারি, জীবন নয় কোন পণ্য।
ডিসেম্বর ২, ২০২২ বিকেল ৩টা
মিরপুর, ঢাকা
২২২
মানুষের জীবন
আমার কুয়াশা মনে হয়;
হাতির দাতের মূর্তির মত
শুয়ে থাকে জীবন জুড়ে।
আমাদের চিন্তিত রেখে
জীবন নিজেই নির্ভাবনায় থাকে;
মানুষের নীরব কথাগুলো
জীবনের মনোযোগে আমলে না এলো।
ডিসেম্বর ১২, ২০২২ দুপুর ২২টা
মিরপুর, ঢাকা
২২৩
তোমাকে আর বলা হল না
কথাগুলো মৌনতায় রূপ নিল;
শব্দগুলো হারিয়ে গেল
একটি অসমাপ্ত গল্প রচিত হল।
তুমি আমি দুজনেই একা
নিজ ভুবনে;
সন্দেহ নামক একটি অসুখের কারনে
জীবন এগোচ্ছে ভালোবাসা নামক মুখোশের আবরনে।
ডিসেম্বর ১০, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা
২২৪
মৃত্যু সংবাদ নিয়ে আজরাইল
আসবে, আমি ভীতি অনুভব করছি না;
ঈশ্বরকে ছুঁয়ে দেবার স্পর্ধা
নিয়েই অপেক্ষা করছি।
জীবনের টান কমে গেলে
মৃত্যু ভীতি কমে;
প্রতিজ্ঞাবদ্ধ নুতন জীবনের
প্রতি অপেক্ষা বাড়ে।
ডিসেম্বর ১০, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা
২২৫
গতির মাত্রা বেড়ে গেলে
সময়ের দৈর্ঘ্য কমে;
থেমে থেকে চলা জীবনের কারনে
জীবনের দৈর্ঘ্য বাড়ছে অকারনে।
জীবন এতো দীর্ঘ কেন;
কাকে প্রশ্ন করবো?
নিজেকে, নাকি
ঈশ্বরকে?
ডিসেম্বর ১০, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা