অনু কাব্য সমগ্র

২১১
কিছু অসমাপ্ত গল্পের জন্ম হয়
কো ব্যর্থতা দায়ী থাকে না;
কেবল প্রতিশ্রুতি ভঙ্গের
দায়ভার থাকে।

পারস্পরিক বোঝাপড়া না থাকার
জন্য, ভাষার দায়ভার নেই;
শব্দেরও নেই
দৃষ্টিভঙ্গির দায়ভার পুরোটাই।

ডিসেম্বর ১০, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা

২১২
মনের ক্যানভাসে জমা থাকে
পাপের প্রায়শ্চিত্ত;
সঠিক সময়ে প্রকাশ পেলে ভালো হত
বড্ড দেরী হয়ে যায় মানুষের
প্রফুল্ল থাকতো মানুষের চিত্ত।

একটি শূন্যতা অবস্থান নেয়
দূর শূন্যতার ভেতর;
একাকীত্বের ঘ্রান জুড়ে জীবন
যেন বা খুশবু আতর।

ডিসেম্বর ১০, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা

২১৩
মানুষের সরল ভুলে
অহেতুক তৈরী হয় দুর্বোধ্যতা;
দূরত্বের ভেতর দূরত্ব
মনের ভেতর সন্দেহ, বাইরে মেকী একাত্ব।

মানুষ আর কবে মানুষ হবে
অন্য প্রানী তবূ প্রানীই থাকে;
শ্রেষ্ঠত্বের দাবীদার মানুষ
বহন করে চলেছে রঙের ফানুস।

ডিসেম্বর ১০, ২০২২ রাত ১১টা
মিরপুর, ঢাকা


২১৪
প্রতিজ্ঞাবদ্ধ থেকে চুক্তিবদ্ধ
আমরা এখন অনেক সভ্য!!
নৈতিকতা হারিয়ে কাজগ সর্বস্ব
মানবিক উৎকর্ষতায় নিঃস্ব ।

সভ্যতার দাবী, সভ্যতার বড়াই
প্রতিদিনের চড়াই উৎরাই;
মানুষে মানুষের লড়াই
লাভ ক্ষতির হিসেব কষে, পৃথিবী থেকেই পালাই।

ডিসেম্বর ১১, ২০২২ ভোর ৭টা
মিরপুর, ঢাকা

২১৫
মানুষের মৃত্যু কি একবারই
ঘটে, নাকি কারো কারো
বারংবার!!

প্রশ্নটি তৈরী হয়েছিল
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই
দেয়ালে শ্লোগান দেখে।

মানুষ নাকি নিজের মৃত্যু
দেখত পায় না;
আমি আমার মৃত্যু দেখি
প্রতিদিন’
শুধু নিঃশ্বেষটুকু দেখতে পাবো না ।

ডিসেম্বর ১১, ২০২২ ভোর ৭টা
মিরপুর, ঢাকা