অনু কাব্য সমগ্র

২০৬
অচেনা আগুন্তক
পৃথিবীতে তন্ত তন্ন করে খোঁজে
প্রকৃত আবাসভূমি;
শান্তি অনুসন্ধান করে
তবুও অতৃপ্ত।

জীবনের চেয়ে বড় হয়ে ওঠে
অনুসন্ধান;
মানবিকতার চেয়ে দামী হয়ে ওঠে
অতৃপ্ত আত্মা।

অতঃপর কোন একদিন নির্জনতায়, একাকীত্তব!!

ডিসেম্বর ১০,২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

২০৭
জীবনকে বিদ্রূপ করে
চ্যালেঞ্জ করে
তোয়াক্কা না করে
আর কতটা পথ এগোনো যায়?

জীবনের সাথে’
তামাসা করে
জীবনকে উপহাস করে
পরীক্ষাগার বানিয়ে
আর কতটা নিরাপদ থাকা যায়?

ডিসেম্বর ১০, ২০২২ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা

২০৮
সময়ের কাছে মানুষের
ঋণ হয় সবচেয়ে বেশি;
অতঃপুর জীবনের কাছে।

মানুষ দ্বারে দ্বারে আশ্রয় চায়
নিরাপত্তা খোঁজে
অতঃপর ফিরে আসে নিজের কাছে।

ডিসেম্বর ১০, ২০২২ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা

২০৯
মাতৃগর্ভে বসবাসের অভিজ্ঞতা
স্মৃতিতে থাকে না;
নিরাপত্তার চাদরে ঢাকা আশ্রয়
মনেও থাকে না।

মানুষ অকৃতজ্ঞ হবে
ঈশ্বর তা আগেই জানতেন;
মানুষ কেন মানুষের কৃতজ্ঞতা প্রত্যাশা করে
ঈশ্বর সেটা জানতেন না।

ডিসেম্বর ১০, ২০২২ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা

২১০
জীবনের সাথে অনেক সখ্যতা তো হলো
অনেক দেশ বিদেশ
ঘুরে ঘুরে ক্লান্তি আসলো;
অনেক বিমান বন্দর, ফেরীঘাট, লঞ্চ ঘাট
স্টেশন তো দেখলাম।

অনেক শহর, বন্দর ঘুরলাম

যাত্রাপুর, নিদ্রাপুর, গন্তব্যপুর
স্টেশনে যাওয়া হয়নি
এবার যেতেই হবে
অপেক্ষায় আছি।

ডিসেম্বর ১০, ২০২২ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা