অনু কাব্য সমগ্র
২০১
আগামীকাল শুক্রবার
মুসলিম প্রার্থনালয়গুলো ভরে উঠবে
প্রার্থনায় প্রার্থনায়!!
একই সময়ে
মসজিস গেটে থাকবে ক্ষুধার্ত মানুষ!!
একই আকাশের নীচে
অসংখ্যা প্রার্থনালয়;
মসজিদ, মন্দির, গীর্জা…
সাথে অনাহার।
পরস্পর উপকারভোগী!
ডিসেম্বর ৯ ,২০২২, রাত ১১টা
মিরপুর, ঢাকা
২০২
মানুষেরা পাশাপাশি
দাঁড়ায়, হাটে,বসে;
বাইরে সহযোগীতার ঐশ্বর্য
ভেতর বল্লম গেথে ফেলার গতি।
মানুষেরা মাথা নত করে
কুজো হয়, শংকায় নাকি শ্রদ্ধায়?
ঈশ্বরের ধমক, মানষের ভয়
জানা হয় না, ভেতরে চমক।
ডিসেম্বর ৯ ,২০২২, রাত ১১টা
মিরপুর, ঢাকা
২০৩
অযথা ক্ষয় হয়
জীবনের উত্তাপ;
সঞ্চিত রাখা যায় না বলে
বেহিসেবী ব্যয়।
প্রতিদিনের সংলাপ, আয়োজন
বিতর্কিত জীবনের ওজন;
ট্যালি খাতায় জমা হয় শব্দের অপচয়
অতঃপর প্রকৃতির নিরঙ্কুশ জয়।
ডিসেম্বর ১০,২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
২০৪
পাপীদের কোলাহলে চাপা পড়ে
মানুষের নিরীহ কন্ঠস্বর;
দম্ভের অহমিকায় পরাজিত হয়
সত্য স্বীকারোক্তি।
এখানে আমি নিতান্তই
আগুন্তক, অপরিচিত এবং উপচেপড়া জনগন;
ঈশ্বর আমার একটা অসাধ্য
সাধন ক্ষমতা চাই!!
ডিসেম্বর ১০,২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
২০৫
গাছেরা কি উলঙ্গ হয়?
কে কবে দেখেছে
গাছেদের সঙ্গম মূহুর্ত!!
তবুও পরাগায়ন হয়।
উলঙ্গ মিথ্যেগুলো মিলিত হয়
সত্যরা লজ্জাবনত থাকে;
তবে আর সভ্যতার বড়াই কেন?
চলো ফিরে যাই, খাবলে খাওয়া যুগে।
ডিসেম্বর ১০,২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা