অনু কাব্য সমগ্র
২০
শব্দও কখনো কখনো
প্রতারিত করে মানুষকে;
শব্দকে শাষন করতে হয়
নিজের ভেতরে শোষন করে নিতে হয়।
একজন কবি
উপলব্ধিজাত চেতনায় সরাসরি
শব্দকে স্থানান্তরিত করতে পারে;
অন্যরাও পারে, তবে
সমাজ, সংস্কার, রীতিনীতি মেনে নিয়ে।
নভেম্বর ৩, ২০২২, সকাল ৭টা
২১
কোন কোন জীবনে অসমাপ্ত
গল্প থাকে
আকাংক্ষাগুলো জিইয়ে রাখে নীরবে;
অপেক্ষার তাপে অপেক্ষা করে।
কল্পনার স্নায়ুকে করে তোলে
ক্ষুরধার
মন ও মগজে ভেসে ওঠে ছবি;
মগজ জটিল মেটাফোরে
শব্দকে তাড়িয়ে বেড়ায়।
শব্দকে দখলে রেখে
জীবনকে নিয়ন্ত্রন করে প্রতিনিয়ত।
নভেম্বর ৩, ২০২২, সকাল ৭টা
২২
সত্য অন্বেষণ কিংবা বিজ্ঞানে অনুসন্ধান
বিশ্বাসে আস্থাশীল মগজ;
সমান্তরাল যাত্রা
আপাত দৃশ্যমান, সম্পর্কোচ্ছে্দ জমজ।
মেনে নেয়াই “সত্য”
রূপান্তরিত বিশ্বাস এবং স্থিরতা
অজানাকে অস্বীকার করা
বিন্দুমাত্র সন্দেহ, অস্থির মগজের নবযাত্রা।
সত্য, বিশ্বাস, বিজ্ঞান
অনুসন্ধান, একই বৃত্তে ভবিষ্যত;
অবশেষে একটি বিন্দু।
নভেম্বর ৩, ২০২২, সকাল ৭টা
২৩
বিষয়ের মধ্যে কোন
সৌন্দর্যই অবস্থান করে না?
অবশ্যই; সৌন্দর্য্য একটি
আত্মিক বাস্তবতা
শিল্প ও দর্শন চর্চায় তা বিকশিত হয়।
নভেম্বর ৩, ২০২২, সকাল ৭টা
২৪
মানুষ জন্মগতভাবেই
হেরে যায় মৃত্যুর কাছে;
তবে আর নুতন ভাবে
হার জিতের প্রশ্ন কেন?
সফলতা ব্যার্থতা চিন্তা মানেই
অর্ধেক পরাজয়কে
মেনে নিয়েই;
সফল হবার চেষ্টা করা।
নভেবর ২, ২০২২ রাত ১১টা
২৫
মানুষ আসলে
“না পাওয়া”কেই উপভোগ করে
“পাওয়া’টাকে ভোগ করে
সুখগুলো ভোগের বিষয়
কষ্টগুলো উপভোগের
একইভাবে
সফলতা ভোগের এবং
সফল হতে চাওয়া উপভোগের
“জীবন” আসলে যাপন করা হয়
“জীবন শেষ হয়ে যাচ্ছে”, এটা উদযাপিত হয়
নভেম্বর ৩, ২০২২, সকাল ৭টা
২৬
কবিতা যখন পূর্নতা লাভ করে
দর্শন প্রতিবিম্বিত হয়
তখন
সমস্ত শিল্প জড়ো হয় কবিতায়
চিত্রকলা, সঙ্গীত,স্থাপত্য
এমনকি
জীবনবোধের গভীরতাও
অক্টোবর ৩, ২০২২, বিকেল ৫টা
২৭
মূলত
পৃথিবীর কোথাও প্রেম নেই
শুধুই রক্তাক্ততা;
প্রার্থনায় কোন
বিশবাসের গভীরতাও নেই
কেবলই ভনিতা আর রীতি চর্চা;
সম্পর্কে কোন উত্তাপ নেই
তবুও জড়িয়ে থাকা
সম্পর্ককে তোষনে রাখা
অক্টোবর ৩, ২০২২ বিকেল ৫টা
২৮
চিত্রকরের ক্যানভাসে
রঙের প্রাধান্য;
কবিতার শরীরে
শব্দের গাথুনি আর
অনুভবের উত্তাপ, কল্পিত দৃশ্য;
জীবনের শিরা উপশিরায়
বোধের দ্বন্দ, সম্পর্কের বিবাদ;
শ্রেষ্ঠত্তের অহংকার তবে কিসে?
অক্টোবর ৩, ২০২২ বিকেল ৫টা
২৯
সুখ ও শান্তির পার্থক্য নিরুপণ দুঃসাধ্য
অসাধ্য; সবাধীনতা ও পরাধীনতার
অসাধ্য; প্রাপ্তি ও অ-প্রাপ্তির
এবং
অসাধ্য; নারী ও সৌন্দর্য্যের
অক্টোবর ৩, ২০২২ বিকেল ৫টা
৩০
মানুষের জন্ম হয়
মৃত্যুর প্রশ্নকে আড়াল রেখে;
তবুও, মৃত্যুর রেখাচিত্র অবশম্ভাবী;
জীবনের মোড়কে মানুষের একাকীত্ত
মৃত্যুর মতোই নিঃসংগ এবং
মরীচিকার পকেটবন্দী
অক্টোবর ৩, ২০২২ বিকেল ৫টা