অনু কাব্য সমগ্র
১৯১
একটি বিস্ময়কর সম্ভাবনার
নাম জীবন;
অথচ একটি ক্ষতচিনহের বয়স
খুব বেশি নয়।
ভুলের দৈর্ঘ্য সংখ্যা বিচারে
খুবই কম;
অথচ বিস্তারে পুরো জীবনকেই
আচড় কাটে, নিঃসঙ্কোচে।
জীবন প্রশ্নবিদ্ধ হয় নিজের কাছে।
ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
১৯২
একাকীত্বকে আমার আঠালো
পদার্থ মনে হয়;
সর্বক্ষন মনের কোনে লেগে থাকে
বিচ্ছিরি লাগে খুব।
দুর্ভাবনাগুলো আঁকাবাঁকা রাস্তার মতো
ওঁতপেতে থাকে;
খুব বেশি দূর দেখা যায় না
একটু কাছে এলেই ভয়ংকর বিপদ।
ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
১৯৩
মস্তিস্কের ভাঁজে ভাঁজে
অতীত লুকিয়ে থাকে;
অথচ ভবিষ্যত সামনে হাটে
একরোখা মস্তিস্ক থাকে ভীষন চটে।
মন, মস্তিস্ক, সময়
কারো সাথেই সমঝোতায় না পারি;
নিয়ন্ত্রনহীন আমি
ভীষন অসহায় বোধ করি।
ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
১৯৪
মানুষ নিজেকে স্বাধীন, মুক্ত
মনে করে;
অথচ প্রতিনিয়ত নানা কারনে গুমরে মরে
দেহের দাসত্ব
মনের দাসত্ব
স্মৃতির দাসত্ব
অতীতের দাসত্ব
যৌনতার দাসত্ব
ইচ্ছের দাসত্ব
সর্বোপরি মনের দাসত্ব
একমাত্র মৃত্যুই তা অতিক্রম করতে পারে।
ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
১৯৫
আমি স্বপ্নে স্বপ্নে
জীবিত থাকি;
কল্পনায় আমার অস্তিত্ব
টিকিয়ে রাখি।
আমি ভাবনায় ভাবনায়
সতেজ থাকি;
সুখোশ পড়া মানুষ থেকে
নিজেকে আড়ালে রাখি।
এভাবেই প্রতিদিন বেঁচে থাকি।
ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা