অনু কাব্য সমগ্র
১৮৬
মানুষের বুদ্ধিমত্তার চেয়ে
আবেগের ক্ষমতা বেশি
তীব্রতাও বেশি;
অথচ
আমরা, আবেগ বাদ দিয়ে
বুদ্ধিমত্তা নিয়ন্ত্রনে রাখি
এবং থাকতে চাই খুশি!!
ডিসেম্বর ৭, ২০২২, রাত ৯টা
মিরপুর, ঢাকা
১৮৭
ধাক্কা দিয়ে অনিশ্চয়তায়
ফেলে রেখে;
আরো একটি দিন চলে যায়
নিরাপদে।
প্রতিদিন একই রকম ঘটে
একটি নির্লিপ্ত চোখ
মুচকি হাসে বটে!
বিষন্ন যুবক একা একাই পথে হাটে।
ডিসেম্বর ৮, ২০২২, রাত ১০টা
মিরপুর, ঢাকা
১৮৮
কতটা জীবন প্রিয় হলে
মানুষ দীর্ঘদিন বাচতে চায়?
কতটা বিতৃষ্ণায় মানুষ
জীবন থেকে পালাতে চায়?
জীবনের ক্ষয় নিয়ে
প্রতিবাদ চলে না;
আত্মসমর্পনও এক ধরনের
পলায়নপর ন্যায্যতা!!
ডিসেম্বর ৮, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা
১৮৯
পরিস্কার গন্তব্য
মৃত্যুর মতো একা, একাকী;
পলায়নমুখী যাত্রা
ভয়ংকর নিস্তব্ধতা থেকে মুক্তির মাত্রা
নিরিবিলিতে কিছুক্ষন,
কিংবা বছর, যুগ নয়তো শতাব্দী;
অতঃপর অনন্তকালের কোলাহল
অপেক্ষায় আছি নির্দেশনা অব্দি।
ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর,ঢাকা
১৯০
আমার ইচ্ছেগুলো
সবার কাছেই অপরিচিত;
অথচ, আমি খুবই পরিচিত
কারো কারো কাছে ভীষন প্রিয়।
ইচ্ছেবিহীন আমি!
অস্তিত্তের সংকট দানাবাধে;
পরিচিতির পরিচয় প্রশ্নবিদ্ধ কাধে।
আমি অস্তিত্ত্বহীন অস্তিত্তের মানুষ তবে!
ডিসেম্বর ৯, ২০২২ ভোর ৬টা
মিরপুর,ঢাকা