অনু কাব্য সমগ্র

১৮১
অবিশ্বাস্য মহাদেশে বাধনহারা বিস্তার
ধর্মানুভূতির আকাঙ্ক্ষা;
ক্লান্তিহীন অসীম ভালোবাসার তীব্রতা
সপ্নভঙ্গের দায়ভার সময়ের কাঁধে।

নোটিশ হাতে দাঁড়ানো
আজরাইল, ভীষন কৃপন;
মানুষের সুপ্ত উল্লাস মুখরতায়
পৃথিবী ঘোরে সীমাবদ্ধতায়

ডিসেম্বর ৪, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা

১৮২
উষ্ণতার আলিঙ্গন শেষ হয়
রাত্রি দিনের সঙ্গম মুহূর্তে;
যাপিত সুখ ফিরে আসে
দুর্বিপাক সময়ের আবর্তে।

ক্ষমতাধর উন্নাসিক সময়
চিত্রকল্প আকে জীবন ক্যানভাসে;
বোকা মানুষ
তখনো জানে না, সময়ের হিংস্রতা।

ডিসেম্বর ৪, ২০২২ রাত ১০টা
মিরপুর, ঢাকা

১৮৩
জীবনের কাছে হেরে যাবার পর
আমার শুধু;
হেরে যেতেই ইচ্ছে করে;
তোমার কাছে
নিজের কাছে
অপূর্ণতার কাছে।

আমি অপুর্ণতায় পূর্নতা চাই
হেরে গিয়ে আনন্দে বাঁচতে চাই।

ডিসেম্বর ৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

১৮৪
জীবন ও ভালোবাসার ঘ্রান
কাছাকাছি;
জন্ম ও মৃত্যুর ঘ্রান
আলাদা, আলাদা।

আমি আলাদা ঘ্রানগুলো
অনুভব করি;
কাছাকাছিগুলো পারি না;
আমি জীবনের স্পর্শ পাই, ঘ্রান পাই না।

ডিসেম্বর ৫, ২০২২ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

১৮৫
শব্দ ধারন করতে পারে না
যতোটা রক্তক্ষরণ হয় কোন কোন জীবনে;
শব্দের প্রলেপে কিছুটা প্রকাশ পায়
বাকিটা থেকে যায় গহীন কোণে।

নিঃশব্দে নিঃশ্বাস কোথাও
নীরবে’ ভাসছে;
ভস্পীভূত কান্নার জল মেঘপুঞ্জে
লুকানো থাকছে।

তবুও জীবন অগ্রসরতায় থাকে
হোচট থাকে বাঁকে বাঁকে;
কেউ কখনো বা সঙ্গে হাটে
কখনো জীবন একাই ছোটে।

ডিসেম্বর ৬, ২০২২, ভোর ৫টা
মিরপুর, ঢাকা