অনু কাব্য সমগ্র
১৭৬
পথের মূল কাজই হলো
অগ্রসর হওয়া;
জীবনের গন্তব্য কেবলই
মৃত্যুর দিকে ধাবিত হওয়া।
জীবন একটি সীমাবদ্ধ
পথ পরিক্রমা;
অগ্রসর হতে হতে থেমে যায়
কখনো, মাঝপথেই বধিরতা পায়।
ডিসেম্বর ৪, ২০২২ সকাল ৮টা
মিরপুর, ঢাকা
১৭৭
জীবনের থাকে অনিবার্য কিছু প্রশ্ন
অমীমাংসিত জিজ্ঞাসা;
প্রশ্ন আর জিজ্ঞাসা কি একই?
প্রথম প্রশ্নোত্তরের পরে আবার প্রশ্ন
নাকি, একাধিক প্রশ্ন
একই সাথে হতে পারে?
ঈশ্বর সব প্রশ্ন ও জিজ্ঞাসার
উত্তর দিয়েছেন;
আমাদের খুঁজে নিতে সমস্যা হচ্ছে;
আমাদের অজ্ঞতার সাথেই সখ্যতা।
ডিসেম্বর ৪, ২০২২ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
১৭৮
সমুদ্রে উচ্ছাস এখন অতীত
মুনাফালোভী জীবনের মালিক
পুজিটুকুও নিঃশ্বেষ করেছে;
মুনাফা বাদ দিয়ে শুধু পুজিটুকুই ফেরত চাই
ফ্যাকাসে আর্তনাদের কুৎসিত ভয়াবহতা
নির্বিকার প্রকৃতি;
ইউনিফর্মদারী পাহাড়াদার
সমাপ্তির প্রত্যাশায় দন্ডায়মান।
ডিসেম্বর ৪, ২০২২ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
১৭৯
জীবনেরও কিছু চাওয়া থাকে
আমার কাছে;
অথচ জীবনের চাওয়া বুঝিনি
বুঝতে চেয়েছি কখনো?
আমার সবটুকু চাওয়া
পুরন করেছে জীবন;
জীবনের চাওয়া পুরন করিনি
এতটুকুও!!
ডিসেম্বর ৪, ২০২২ সকাল ১১টা
মিরপুর, ঢাকা
১৮০
আয়ু বিলাসী মানুষ
বিনিময় মূল্যে আয়ু কেনে;
প্রকৃতির দংশনে
দ্রুতই ফিরে যায় মৃত্যু জংশনে।
জীবনের একটি ঘ্রান আছে
এ যুগের ডাইনোসরেরা
সবাইকে বঞ্চিত করে;
নিজেরাও ডায়াবেটিস রোগে ভোগে।
ডিসেম্বর ৪, ২০২২ সকাল ১১টা
মিরপুর, ঢাকা