অনু কাব্য সমগ্র
১৬৬
অতঃপর আমি আমার কাছেই
শৃঙ্খলিত, কারারুদ্ধ;
আমার শরীর,মন, আত্মা
সবার কাছেই, আমি আগন্তুক।
শহরে কোলাহল
মানুষ হেঁটে যায়, উল্লসিত হয়;
আবেগ তাড়িত হয়
আমি আগন্তুক, শুধু তাকিয়েই থাকি
ডিসেম্বর ২, ২০২২, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১৬৭
মানুষের প্রকৃত আশ্রয়স্থল কোথায়?
তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় পৃথিবীর
তাবৎ জায়গায়!!
আশংকা
বিভ্রান্তি
উৎসব, উল্লাস
অবশেষে কোন একটি বিশ্বাস!!
এবার নিজের ভেতর যাত্রা
কথোপকথোনে নিজে এবং আত্মা।
ডিসেম্বর ২, ২০২২, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১৬৮
অতঃপর গল্পটি অসমাপ্তই
থেকে গেলো।
সফল পরিনতির সুযোগ ছিল
সব অসমাপ্ত গল্প আকাঙ্ক্ষা জাগায় না।
গল্প অসমাপ্ত হয়
তীব্র ইঙ্গিতবহ বক্তব্য দিয়ে;
যুদ্ধজয়ের অসমাপ্ত ইতিহাস ছাড়া
এখানে তেমন কিছু নেই।
ইতিহাসের পুনরাবৃত্তি রোধে
কাজে লাগতে পারে!!
ডিসেম্বর ২, ২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১৬৯
একটি উপলব্ধি
কল্পলোক থেকে ফিরিয়ে আনে
জীবনের কাছে।
জীবন জিজ্ঞাসায় মুখোমুখি দাঁড় করায়।
ঘটনাপ্রবাহে বিনির্মান হয়
নুতন চরিত্রের;
নুতন তাৎপর্য ধারন করে
পুরনো ক্ষয়ে যাওয়া জীবনে
ডিসেম্বর ২, ২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১৭০
কিছু চিত্রকল্প
নিরন্তর উস্কে দেয় অভিব্যক্তিকে;
প্রেক্ষাপট নির্মান, বিনির্মান চলে
অবিরত, অবিরাম
আবার, থমকেও যায় যথা সময়ে।
সুন্দরের আয়ু সংক্ষিপ্ত হয়
ভালোলাগার সুতো আরো ক্ষীন
হতে থাকে, সময়ের আবর্তে;
অতঃপর স্থির চিত্রকল্প।
ডিসেম্বর ২, ২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা