অনু কাব্য সমগ্র
১৫১
মিথ্যের বিপণন কেন্দ্রে
সত্য কোনঠাসা হয় অর্থমূল্যে;
অসহায় সত্যের চিৎকার
কেউ নেয় না আমলে।
মিথ্যের বেসাতিতে সত্যের পরাজয়
অর্থের লালসায় মিথ্যের জয়;
তামাসা দেখে হাসেন মহা বিচারক
তখন সরব হবেন, আপাদত নীরব।
১৫২
একদিন কোর্ট এলাকায়
বাদি, বিবাদি, আসামি, পুলিশ
দেখি পাশাপাশি;
বিচারকার্যে গম্ভীরতা, মুখে অট্টহাসি।
মানুষ কিভাবে বিচারক হয়?
প্রজ্ঞা, নিরপেক্ষতা
সত্যবাদিতা, তো নয়!
সকল সূচকে উত্তীর্ণ, বিচারক তো একজনই হয়।
নভেম্বর ২৯, ২০২২ সকাল ১০টা
সিএমএম কোর্ট, ঢাকা
১৫৩
অতীতের কাছে আমার শেকড়
গেথে আছে;
ভবিষ্যতের দিকে ছুটতে পারি না
শেকড়ে টান পড়ে।
মাঝামাঝি “বর্তমানে” আমি
ঠায় দাঁড়িয়ে থাকি;
ছুটতে না পারে, বলতে না পারার
যন্ত্রনা, কেবলই দগ্ধতা!!!
নভেম্বর ২৯, ২০২২ দুপুর ২টা
মিরপুর, ঢাকা
১৫৪
আমার বন্য অতীতটা
সারাক্ষন তাড়া করে;
যুব বয়কে পকেটে একটা ইরেজার
থাকতো সবসময়।
মধ্য বয়সে ইরেজারটা
হারিয়ে ফেলেছি;
এবরো থেবরো অতীত দাগটা
আর মুছতে পারছি না ।
নভেম্বর ২৯, ২০২২ দুপুর ২টা
মিরপুর, ঢাকা
১৫৫
পড়ন্ত বিকেলে
অনেক বেশি নষ্টালজিক;
যথেষ্ট যৌক্তিকতা নেই
তবুও নষ্টালজিক, আমার বর্তমান প্রেম।
মানুষের সাথে মানুষের প্রেম
প্রকৃতির সাথে মানুষের;
মানুষের সাথে গৃহপালিত প্রানীর
নষ্টালজিকতার সাথে প্রেম !!
নভেম্বর ২৯, ২০২২ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা