অনু কাব্য সমগ্র
১১
শব্দের ভয়ংকরতা এবং
মোলায়েম ছন্দময়তা দুটোই আছে;
যখন শব্দের উপর দখলটা
থাকে নিজের কাছে।
অনুভবের অনুভূতিতে
শব্দ লালিত হয় নিঃশব্দে;
আবার, শব্দের ছায়া প্রতিফলিত হয়
প্রকাশিত অনুভবের আলোতে।
অক্টোবর ৩০, ২০২২, সকাল ৭টা
১২
শব্দকে নিঃশব্দের বাধনে:
রাখতে পারলে, জীবন সহজ হয়।
শব্দের তান্ডবকে দখলে রাখতে পারলে:
জীবন জীবনের মতোই রয়।
অক্টোবর ৩০, ২০২২, সকাল ৭টা
১৩
যার কাছে বিক্রি করার কিছু নেই,
তার কিছুই কেনার সামর্থ্য থাকবে না।
দক্ষতা, পন্য, জ্ঞান, অভিজ্ঞতা, আইডিয়া,
পরিচিতি, সেবা, মতাদর্শ, গ্রহনযোগ্যতা, শারিরীক শ্রম .......
এগুলো সবই বিক্রি করা যায়,
কিছুই না থাকলে,
অন্তত মর্যাদা (dignity)
বিক্রি করার সাহস রাখতে হয়।
বাংলাদেশে, অন্যসব কিছুর সাথে
মর্যাদা যোগ করে বিক্রি করতে হয়।
অন্যথায় বাজারে ক্রেতা পাওয়া যায় না।
কখনো কখনো,
মর্যাদা বিক্রি ছাড়াও অন্যসব পন্য বিক্রি হয় তবে,
সেটা হয় অল্পমূল্যে।
অক্টোবর ৩০, ২০২২, সকাল ৭টা
১৪
ভালো থাকা এবং ভালো লাগা
দুটো ভিন্নতর বোধ;
একটি শীতল পরশ
অন্যটি ক্ষনিকের উত্তপ্ত রোদ
অক্টোবর ২৯, ২০২২, সকাল ১০টা
১৫
আরেকটু পথ
একসাথে হাটা যেতো;
পৃথিবীতে পাহাড় এবং সমুদ্র
দুটোই আছে
শুধু এটুকু মনে রাখলেই যথেষ্ট হোত।
অক্টোবর ২৯, ২০২২, ভোর ৬টা
১৬
ঈশ্বর তার পরিচয় দিয়েছেন
অনেক আগেই;
সাক্ষাতের পথও বাতলে দিয়েছেন
অথচ
আজীবন অন্ধ থেকে গেলাম।
মৃত্যুকে কুৎসিত ভাবনায়
এগিয়ে যাচ্ছি প্রতিদিন
অথচ
মৃত্যুই ঈশ্বরের সাক্ষাৎপ্রাপ্তির একমাত্র উপায়।
নভেম্বর ১, ২০২২, ভোর ৬টা
১৭
জগতের প্রত্যেক সাধক
এবং ধর্মগুরুজন;
পাহাড়ের গুহায় ধ্যান করতেন
কি লুকিয়ে আছে পাহাড়ে??
প্রত্যেক মানুষের ভেতর
একটা পাহাড় আছে;
সেখানে সময় করে ধ্যান সাধনায়
মগ্নতা দরকার ভীষন
নভেম্বর ২, ২০২২, রাত ১১টা
১৮
মলিন মুখে অচেনা মৃত্যুকে
খুব চেনা মনে হয়;
অনেক দিন কথা হয় না
মৃত্যুর সাথে!!
তোমার সাথেও দেখা হয়নি
অনেকদিন;
একটি মলিন দিনের
অপেক্ষায় থাকি!
নভেম্বর ২, ২০২২ রাত ১১টা
১৯
দিনের স্বপ্ন ভেংগে গিয়ে
তৈরি হয় রাতের স্বপ্ন;
রাতের স্বপ্নে তল স্পর্শ হয় না
রহস্যঘেরা এক সময়ে অবগাহন।
স্বপ্নের রক্তে স্নান করে
চলো পরিশুদ্ধ জীবনে ফিরি;
এসো এক সাথে চলি
আমি আর আমার আমি।
নভেম্বর ২, ২০২২, সকাল ৯টা
২০
শব্দও কখনো কখনো
প্রতারিত করে মানুষকে;
শব্দকে শাষন করতে হয়
নিজের ভেতরে শোষন করে নিতে হয়।
একজন কবি
উপলব্ধিজাত চেতনায় সরাসরি
শব্দকে স্থানান্তরিত করতে পারে;
অন্যরাও পারে, তবে
সমাজ, সংস্কার, রীতিনীতি মেনে নিয়ে।
নভেম্বর ৩, ২০২২, সকাল ৭টা