অন্য কাব্য সমগ্র
১৩১
বড় হতে হতে
হঠাৎ করেই ছোট হয়ে গেছি;
ছোট হতে হতে
অবশেষে ক্ষুদ্রই হয়ে গেছি।
কারো কাছে কোন
জবারদিহিতা নেই আমার;
শুধু নিজের কাছে; আর
ঈশবরের কাছে;কি জবাব দেবো?
নভেম্বর ২৪, ২০২২ রাত ১২টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা
১৩২
পেছনে ফিরে গিয়ে গল্পের শুরুটা
নুতন করে শুরু করা যায় না;
গল্পের শেষটা শুরু করার সুযোগ এখনো আছে।
১৩৩
ইদানিং
মাঝে মাঝেই চিমটি দিয়ে
বেচে আছি কিনা, যাচাই করতে হয়;
নির্বোধ আর অনুভূতিহীন কি
একই কথা? জানি না
পাখির উড়ে যাবার দৃশ্য;
উড়ন্ত পাখি;
আমার ভীষন প্রিয়।
মানুষের ঘুমিয়ে থাকা মুখ
অসাধারন সুন্দর!!
আমি ক্রমাম্বয়ে সুন্দর থেকে দূরে সরে যাচ্ছি...
নভেম্বর ২৫, ২০০২, রাত ৭টা
যশোর এয়ারপোর্ট
১৩৪
অহংকারের স্বাদ এবং অনুভূতি
বেশ তীব্র হয়;
মানুষ কখনো ইচ্ছে করে এর স্বাদ নেয়, নিতে চায়;
কখনো নিজের অজান্তেই
অহংকারের স্বাদ গ্রহন করে;
নিশবাসের মতো, নিজেও জানে না।
কেউবা
বিনয়ের মধ্য দিয়ে অহংকার প্রকাশ করে
আবার, আহংকার না করার মধ্য দিয়েও অহংকার প্রকাশ করে।
ভয়ংকর একটি শব্দ, একটি অনুভূতির নাম "অহংকার" !
নভেম্বর ২৫, ২০২২ রাত ৭টা
যশোর এয়ারপোর্ট
১৩৫
আমি ব্যর্থতা ঠেকাতে চেয়েছিলাম
সফল হতে চাইনি;
অথচ আমি সফল হয়েই ব্যর্থ হয়ে গেলাম।
আমি থেমে যাওয়া ঠেকাতে চেয়েছিলাম
সারাক্ষন চলতে চাইনি;
অথচ আমি ক্রমাগত চলা থেকে থেমে গেলাম
নভেম্বর ২৫, ২০২২ ভোর ৬টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা