অনু কাব্য সমগ্র

১২৬
এখন আর সারাদিন
একবারও মনে পড়ে না তোমায়;
তার মানে কি, ভুলে গেছি
নয়া ভুলে যাইনি।

ভুলতে চেয়েও হয়নি ভোলা
তোমার আমার সরু রাস্তাটি হয়েছে বিভক্ত;
ভীষন একটা ক্ষত
মাঝে একটা অদৃশ্য দেয়াল!!

নভেম্বর ২৪, ২০২২ সকাল ৭টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা

১২৭
অতঃপর আরো খানিকটা পথ
একাই যেতে হবে;
অতীতের স্মৃতির পানশালায়
সময়ের গভীরতার সাথে আলিংগন করে।

পাথরের চোখের অভ্যর্থনা
উদ্দীপ্ত হবার সুযোগ নেই;
প্রয়োজন নেই বৃথা আয়োজন
এখন নীরবতাই বেশি প্রয়োজন

নভেম্বর ২৪, ২০২২ সকাল ৭টা
উত্তরণ, সাতক্ষিরা

১২৮
মাঝে মাঝে নিজেকে
অচেনা আগুন্তুক মনে হয় এই পৃথিবীতে;
বড় বেশি অচেনা মানব আমি
চারপাশের মানুষের কাছে, নিজের কাছেও।

প্রভুর মলিন মুখও অচেনা মনে হয়
নুক্ষত্রের আলোগুলো নিভে যাচ্ছে ধীরে ধীরে;
মানবপ্রজন্মের অপরদিকে কি আছে আসলে
এপারে কিছু নাই বুঝেছি, ওপারে তবে কি আছে?

নভেম্বর ২৪, ২০২২ রাত ১২টা
উত্তরণ, সাতক্ষিরা

১২৯
আমার আত্মাকে দ্বিখণ্ডিত করে
খেলা করে বিষাদ;
সময় গলে গিয়ে ক্যানেল পার হয়ে নদীতে মেশে
কবরের ভেতরে বাজে মৃতের সঙ্গীত ।

প্রতিদিন লক্ষ মানুষের আনাগোনা এই পৃথিবীতে
আমি পঞ্চাষোর্ধ বছরে ধরেই আছি এখানে;
আমার অস্তিত্বের কি প্রয়োজন ছিল?
আমি জানি না; কোন মানে নেই এই অজানার।

নভেম্বর ২৪, ২০২২ রাত ১২টা
উত্তরণ, সাতক্ষিরা

১৩০
বোবা শব্দ রক্ত ফেটে প্রকাশ পেতে চায়
দমনে অবদমনে গলিত মোমের মতো;
বুকের গভীরে কেঁচো খুড়ছে মাটি
প্রতিসেকেন্ডে গর্ত হচ্ছে গভীর আরো গভীর।

আমার মৃত্যু ভয় এবং ক্ষুধার যন্ত্রনা আছে
ভালোবাসার তীব্রতা আছে, শরীরের চাহিদাও আছে;
ইদানিং, অস্বীকার করার সাহস জন্মেছে
আমি এবং আমার মত কেউ কেউ

নভেম্বর ২৪, ২০২২ রাত ১২টা
উত্তরণ, সাতক্ষিরা