অনু কাব্য সমগ্র
১১৬
আমার হাড়গোর ঢাকা থাকে
মাংস আর ত্বকে !
তবে আমি কোথায় থাকি?
কিভাবে সত্যকে অবজ্ঞা করি?
দেহ পরাজিত হবে মৃত্যুর কাছেই;
তবুও; প্রতিদিন অতিক্রম করি
একটি সুস্থ সবল দিনকে।
ক্লান্তিঘন এবং জটিল সময়কে।
নভেম্বর ২২, ২০২২ বিকেল ৪টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা
১১৭
পাওয়া এবং না-পাওয়াতে
কিছু সুখ, কিছু কষ্ট জীবিত থাকে;
আশ্চর্য এক কাল্পনিক আনন্দ
আমায় সারাক্ষন ঘিরে রাখে।
বিষন্নতায়, বিমর্ষতায়
প্রতিদিন সূর্যটা ডুবে যায়;
আমার আত্মা রহস্যে ঢাকা পরে
আমি তখনো কাল্পনিক সতেজ থাকি
নভেম্বর ২২, ২০২২ বিকেল ৪টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা
১১৮
তোষামুদের দল তোমাকে
বধির বানিয়েছে;
পালবাহি জাহাজের খালাসিরা
তোমাকে অহংকারী করেছে।
আর কতটা অন্ধ সময়
পার হবে তোমার?
আর কতটা রাতের অন্ধকার গেলে
ভোরের স্নান হবে তোমার?
শুদ্ধতার শুভ্রতার জন্য
আমি অপেক্ষায় থাকি বারংবার।
নভেম্বর ২২, ২০২২ বিকেল ৪টা
উত্তরণ, সাতক্ষিরা
১১৯।
অনেক মানুষের মৃত্যুর পেছনে
ষড়যন্ত্র থাকে!
কোন নকশা থাকি কি?
হ্যা থাকে;
মানুষের মৃত্যুরও মানচিত্র থাকে
একবার পড়ে দেখার খুব ইচ্ছে!!
মৃত্যুর মানচিত্র!
ইদানিং বিষয়টি আর অবাক করে না
নভেম্বর ২২, ২২ রাত ১২টা
উত্তরণ, তালা সাতক্ষিরা
১২০
জীবনের নেশা কেটে গেলে
চোখের গভীরে দেখা দেয় ক্লান্তিরেখা;
স্মৃতিতে ভাসে উপন্যাসের চরিত্র
এইখানে খুব একাকী!!
নীরবতা, অপারগতা
সবটুকুই দ্বিধা আর সংকোচ;
সংকুচিত সৌন্দর্যে জীবন
ভয়াবহ রকমের একা!!!
নভেম্বর ২২, ২০২২ রাত ১১টা
উত্তরণ, তালা, সাতক্ষিরা