অনু কাব্য সমগ্র

১০৬
কাল রাতে ঘুমোতে পারিনি
প্রায়ই পারি না;
তাতে কারোরই কিছু যায় আসে না;
মৃতরা নিশিন্তে ঘুমাতে পারে, আর
নির্বোধরা জেগে জেগে ঘুমোতে পারে;
কেবল আমি পারি না ।

কেউ ক্ষুধার যন্ত্রণায়
জঠরের জ্বালায় ঘুমায় না;
কারো মধ্যরাতের উষ্ণতায় ঘুমানোর সময় থাকে না;
কেউ বা আবার পরকালের লোভে
সারারাত জায়নামাজ ছাড়ে না;
এত সব জটিল হিসেব আমি বুঝি না;
ঘুমোতেও পারি না ।

নভেম্বর ২০, ২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

১০৭
সফলতার পরের স্টেজ
সুর্য্যের মতো অস্ত যাওয়ার অপেক্ষা;
ব্যর্থতার পরের স্টেজ
অন্ধকারের সূর্য্য উদয়ের প্রত্যাশা।

যতক্ষন ব্যর্থতা থাকে
ততক্ষনই জীবনের গতিময়তা;
সফলতা জীবনের শেষ প্রান্তসীমা
বেঁচে থাকার তীব্রতা।

নভেম্বর ১৯, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা

১০৮
আমি ব্যর্থতার গল্প
শুনতে চাই;
আমি কষ্টের কথা
শুনতে চাই;

আমি দহনের সাথে
পথ চলতে চাই;
আমি অ-নিরাপদ জীবনের
পথেই এগুতে চাই;

সফলতা, নিরাপত্তা, নিশ্চয়তা
শেষ পরিনতির ডাক দেয়।

নভেম্বর ১৯, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা


১০৯
মানুষকে ভালোবেসে সুখী হওয়া যায় না
খুব বেশি হলে তাকে সুখী করা যায়;
ঘৃনা করেও সুখী হওয়া যায় না
কিছুক্ষন পৈচাশিক উল্লাস করা যায় হয়তো;

নির্বিকার হলেই সুখ পাওয়া যায়
নির্লিপ্ত হতে পারলে আরো ভালো হয়;
সাথে উদাসীনতা সুখের চূড়ান্ত পথ
যদিও নানা মুনির নানা মত।

নভেম্বর ২০, ২০২২ সন্ধ্যে ৬টা
ঢাকা এয়ারপোর্ট

১১০
মানুষ কি করে পারে!!
দীর্ঘ সময় ধরে
একটা নীল স্মৃতি বহন করে?

আমিও করছি
নিরাপদ অন্ধকারে প্রবেশ করেই আছি;
নুতন কোন স্মৃতি বহনের ভার থেকে মুক্তি পেয়েছি।

নভেম্বর ২০, ২০২২ সন্ধ্যে ৬টা
ঢাকা এয়ারপোর্ট