৬৯৪
আধুনিক এই পৃথিবী সৃষ্টি করেছে
ফিলিস্তিন, আফগানিস্তান, রাশিয়া, ক্রয়েশিয়া জুড়ে
কান্নার স্তুপ
লাশের গন্ধে প্রবাহিত বাতাস
আধুনিক এই শিল্প সমাজ তৈরি করেছে
ঘাম আর কান্নার জলের মিশ্রনে মদ
তীব্র আসক্তিতে কয়েকজন মাত্র
বাকীরা মদের উপকরণ
পৃথিবী নিশ্চুপ
সৃষ্টিকর্তা পর্যবেক্ষনকারী
জুন ৮, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬৯৫
কাগজি লেবুর মতো রসভরা
একটা জীবন ছিল
অথচ; সমস্ত রস জীবনের গায়েই শুকিয়ে গেল
রাতের শরীড় জুড়ে নিস্তব্ধতার শিহরন
ভেতরে তোলপাড় করা কান্নার শব্দ
শব্দেরও নিস্তব্ধতা থাকে তাহলে?
মানুষ তবে আশ্রয় পাবে
কোথায় গেলে?
জুন ৮, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬৯৬
আমার দিনগুলো ক্রমাগত
ফেরারি হয়ে যায়
সাধ আর সাধ্যের বিয়োজনে
সকাল বিকাল পালা করে
প্রহরা বসাই
তবুও ছিনতাই হয়ে যায় কল্পনায় আঁকা ছবিগুলো
আমি নিস্তব্ধ হয়ে যাই
আরো আরো তলিয়ে যেতে থাকি, আরো আরো…
জুন ৯, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৬৯৭
দেহ তত্ত্বের দোকানে
দরদী সুরে খেয়ালি আয়োজন থেকে
সাময়িক স্বস্তি মেলে
খিচুরী উন্নয়নের উপখ্যান লিখে
নোবেল জয় হয়ে যায়
সুশীল হয়ে বেঁচে থাকা যায়
উন্নয়নের গাল গল্পে
ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী হতে পারে
স্থায়ী হয় না
কোন কিছুতেই
মানুষের মুক্তি মেলে না
সবাই সব কিছু নিজের জন্যেই করে
জুন ৯, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৬৯৮
ভোরের ঘুমভেজা স্বপ্নগুলো
এলোমেলো
জীবনেরই প্রতিবিম্ব
দারিদ্রের নিত্য আহার
কাচা মরিচ আর পান্তা দিয়ে
এটা আভিজাত্যের প্রতীক বটে!!
অভিজাত আর দারিদ্র্য
মুদ্রার এপিট ওপিঠ
একই সাথে, অথচ কেউ কাউকে দেখে না
জুন ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৬৯৯
সুখের কোন বিকল্প হয়? কিংবা
বিকল্প সুখের সন্ধান করা যায়?
কেউ কেউ
জীবন ভোগের মধ্যে দিয়ে
উপভোগের মধ্য দিয়ে সুখ খুঁজে পায়
কেউ, বিকল্প উপায়ে সুখ খোঁজে
জীবন উদযাপনের মাধ্যমে
জুন ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৭০০
আমি নিশ্চুপ, দৃষ্টি পেতে রাখি
তোমাকে খুজি আনমনে
অথচ
আমার দৃষ্টি, আমার চিন্তা
বার বার ফিরে আসে আমারই কাছে
যতোদূর দৃষ্টি যায়
তোমাকেই খুঁজি, ব্যাকুল হৃদয়ে
অথচ, আমার দৃষ্টি আটকে থাকে আমারই ভেতর
জুন ৮, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা