৬৭১
কোন কোন গল্প অসমাপ্তই থাকে

লোকটি ভালোবেসে
সবার বিপক্ষে বিয়ে করেছিলো

অনেক স্ট্রাগল আর খেয়ে না-খেয়ে
বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে...

জীবনটা কেবলই স্থিতি করেছিল
একটি সন্দেহ রাতের ঘুম কেড়ে নিয়েছিল
তারপর?!

পাঠকের প্রশ্নের উত্তর মেলেনি
অসামাপ্ত গল্পের সমাপ্তি থাকে না

মে ১১ ২০২৩   বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

৬৭২
একজন মধ্যবয়সী নারী
মিনিটে কতবার শাড়ির আঁচল টেনে ধরেন
কিংবা কোন মেয়ে
কতবার ওড়না ঠিক করেন

কতবার দৃষ্টি আকর্ষন করতে চান
কিংবা
সমাজ; প্রতি মিনিটে কতবার তাকে ভয় দেখায়

অংকটার ফলাফল সবার কি এক হবে?

মে ১১ ২০২৩   বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

৬৭৩
সম্পর্কের মধ্যে শেকল রাখতে নেই
শিকলে বেধে কিছু আদায় হয় না
ভালোবাসা তো নয়ই

শেকড়; সম্পর্ককে জীবিত রাখে
প্রানবন্ত করে তোলে

শেকল নাকি শেকড়?
সম্পর্কের টানাপোড়ন নাকি মাধুর্য্য?
যার যেমন ইচ্ছে !!

মে ১১ ২০২৩   ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৬৭৪
একদিন মানুষ দেখতে পেলো
সুর্য্যের তাপে আকাশ গলে যাচ্ছে

জ্ঞানের উত্তাপে
কর্মহীন মানুষের ঘোরাফেরা বেড়ে গেছে

মানবতার বিপননে
মানবিকতা বরফ হয়ে যাচ্ছে

অতঃপর
তিনশত বছর গুহায় ঘুমিয়ে থাকা
বালকদের ন্যায় আবার জেগে উঠবে

মে ১১ ২০২৩  বিকেল ৪টা
মিরপুর, ঢাকা

৬৭৫
মাঝনদীতে ঝড়ের কবলে নৌকা
মাঝির কাছে জীবনের রোমান্তিকতা কি?
ঢেউয়ের সাথা পাল্লা দেয়া

কোন কোন জীবনে
ঝড় থাকে, সাইক্লোন থাকে ক্রমাগত
টিকে থাকাই জীবনের একমাত্র রোমান্টিকতা

অন্যদের; লং ড্রাইভ, পাঁচ তারকা হোটেলে রাত্রি যাপন
ভালোবাসার সুরা পান
কিংবা পরকীয়া, এসবই রোমান্টিকতা

মে ১১ ২০২৩   ভোর ৬টা
মিরপুর, ঢাকা