৬৪৬
কেউ কি থাকে কারো অপেক্ষায়!!

মোহের সীমানা পেরিয়ে
আছে কি কোন পরম ঠিকানা
জানা কিংবা অজানা!

তবুও মানুষ ভুল করে
পরস্পর এবং পরম্পরায়
নিজের কাছে ফিরে আসে যখন সব হারায়

মে ৪, ২০২৩  রাত ১০টা
মিরপুর, ঢাকা

৬৪৭
রাতের অন্ধকার
বৃষ্টির সময়, আর
কবরস্থান;
অনেকের প্রিয় সময় এবং জায়গা;
আমারও

চোখের জল আর বিষন্নতা লুকোতে
সুবিধে হয়

মে ৪, ২০২৩, রাত ৮টা
মিরপুর, ঢাকা

৬৪৮
তবুও, না বলা কিছু
থেকেই যায়
ফিরে যাবার সময় সাথেই রয়ে যায়

কেউ কি শোনার অপেক্ষায় থাকে ??

কেউ-ই থাকে না;
কেবল, সৃষ্টিকর্তায় বিশ্বাসী হলে
কিছুটা ভরসা থাকে

মে ৬, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৬৪৯
একদিন নিশ্চই চলে যাবো
ক্রদ্ধ মানুষের সীমানা ছাড়িয়ে
অসুস্থ পৃথিবীকে মাড়িয়ে
ঈশ্বরের সাথে অভিমানে
উল্লাসে মেতে থাকা জমিনে
অবশেষে; পরাজিত মনে

অসীমের দিগন্তে
মানুষের মুক্তির দেখা মেলে

মে ৬, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৬৫০
বিজ্ঞাপনের মোড়ানো শহর
মানুষের ব্যস্ততা থামিয়ে দেয়
ট্রাফিকের ইচ্ছেবাতি

ধর্মের বানীতে ন্যুজ পৃথিবী
মানুষের উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে দেয়
ঈশ্বরের ইচ্ছের গতি

মে ৬, ২০২৩, সকাল ১০টা
মিরপুর, ঢাকা