অনু কাব্য সমগ্র

১০১
রাতের আঁধার ঠেলে
দুহাতে স্বাগত জানাই
ভোরের মৌন আকাশকে;
ভিখেরী হাতের ছাপ দেখাই ঈশ্বরকে;

উইপোকায় খেয়ে যাওয়া
জীবনের অর্ধাংশের পূর্ণতা চাই;
লজ্জায় ও ঘৃনায়, ভুলের প্রায়শ্চিত্তের মুক্তি চাই
কুয়াশার জাল ছিড়ে বেরোতে চাই,
আর একবার।

নভেম্বর ১৮, ২০২২, ভোর ৬টা
মিরপুর, ঢাকা

১০২
সামাজিক সুন্দরী নারীরা
নিজের মেধাকে
শারীরিক সৌন্দর্যের সাথে মিশিয়ে প্রকাশ করে;
আমি মেধার সম্মান করি বেশি।

শারীরিক সৌন্দর্য শুধু
চোখের শান্তির জন্য ভালো;
মেধা চর্চায় কোন কাজে লাগে না;
পুজিবাদীদের হিসেব আলাদা।

নভেম্বর ১৮, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা

১০৩
ক্রোধের রঙ কেমন, তা জানি
ফেটে পড়া রক্ত লাল;
বেদনার রঙ, অনেকেই বলে নীল
দহনের রঙ কুচকুচে কালো, আবার চিরচিরে রক্তের দাগ;

সবকিছুরই একটা রঙ থাকে
ভালোবাসার?
একাকীত্বের কিংবা ব্যার্থতার ?

ব্যর্থ নিঃশ্বাসের রঙ কেমন?

নভেম্বর ১৮, ২০২২, সকাল ১০টা
মিরপুর, ঢাকা

১০৪
মানুষের জন্মগত প্রভাবের
দায়ভার কে নেবে?
এই যেমন
হঠাৎ করেই ভালোবেসে ফেলা;
ক্রোধে, হিংসায় জ্বলে ওঠা;
সহজেই বিশ্বাস করে ফেলা;
সাহায্যের হাত বাড়িয়ে দেয়া!!

মৃত্যুর সাথে লড়াই করা;
একাকীত্বের সাথে সংগ্রাম করা;
দহনে দহনে জীবনকে উপভোগ করা;
ব্যর্থতায় মুখ লুকিয়ে ফেলা;

ঈশ্বর বলবেন কি?
কোনগুলোর দায়ভার আপনার?
কোনগুলোর দায়ভার মানুষের?

নভেম্বর ১৮, ২০২২, রাত ১২টা
মিরপুর, ঢাকা

১০৫
কোন বস্তু দৃষ্টিগোচর না হওয়া
সেই বস্তুর অনস্তিত্বহীন তা প্রমান করে না;
তোমার কাছে না থাকা
“ভালো না লাগা” প্রমান করে না;
তোমাকে নিয়ে সারাক্ষন অস্থির থাকাও
ভালোবাসা প্রমান হয় না।

ভালোবাসায় প্রকাশম অ-প্রকাশ কিংবা
প্রকাশহীনতা, সবই থাকে;
বুঝে নেয়ার অনুভূতি থাকা দরকার।

নভেম্বর ১৮, ২০২২, রাত ১২টা
মিরপুর, ঢাকা