৬৪১
জীবনটা সুন্দর কি না
এ প্রশ্নটা মাঝে মাঝেই করেছি নিজেকে
আজ, আবারো করছি
হয়তো শেষবারের মতো
আর প্রশ্ন করতে হবে না
উত্তর এবং উত্তর-হীনতার মাঝেই
একটা উত্তর পেয়ে যাবো, এরই মধ্যে
ভালো থাকা এবং না-থাকার
মাঝামাঝি কোন একটা অবস্থানে
কেটে যাবে বাকীটা জীবন
মে ২, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৬৪২
খুচরো পয়সার মতো
জমানো স্বপ্নগুলো মূল্যহীন হতে হতে
এখন, কেবলই অচল
উদ্বাস্তু , বেদনার্ত শরনার্থী শিবিরে
যোগ হয় ঘরহারা মানুষ
জীবনে্র গায়ে জড়িয়ে থাকে অচল স্বপ্ন
মে ৩, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
৬৪৩
আমার বিকেলগুলো দ্রুত গলে যায়
রঙিন আইসক্রিমের মতো
আমার স্বপ্নগুলো নিঃস্ব হয়ে যায়
বাবা মা-হীন এতিমদের মতো
ভোর, সকাল এবং সন্ধ্যা
শুরু হতে হতেই শেষের বার্তা দেয়
শুধু জমাট বাধা রাতের অন্ধকার রয়ে যায়
আমার কাছে
আমারই কক্ষে ঘুমিয়ে থাকে
মে ৩, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
৬৪৪
মৃত্যুকে ফাঁকি দিয়ে
আমি এই গ্রহে ঘুরে বেড়াচ্ছি নিশ্চিন্তে
জন্মের ঋণ শোধ হয় মৃত্যু দিয়ে
আমার এখনো ঋণ শোধ হয়নি
আত্মহনের গল্পগুলো জানি
পরীক্ষা করে দেখা হয়নি এখনো
মে ৩, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা
৬৪৫
ব্রাকেটবন্দী জীবনের কাছে
একটি প্রশ্ন করেছিলাম
তারপর থেকেই জীবন আর কথা বলেনি
আমার সাথে
উত্তরগুলো বিস্ময়সূচকের কাটা নিয়ে
আটকে আছে অহর্নিশ
মে ৩, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা