৬৩৬
ইদানিং
ভীষন একা লাগে
প্রতিদিনকেই বিচার দিবস মনে হয়
যেমনটা বর্ননা আছে ধর্মগ্রন্থে
আত্মীয়, পরিচিত, অপরিচিত
সবাই কে এক মনে হয়
এখানে কেউ কারো নয়
দিগন্ত পথে একা পথচলা
নিজের সাথেই কথা বলা
পুরোটাই যেন ঈশ্বরের খেলা
মে ২, ২০২৩, সকাল ১০টা
সিএমএম কোর্ট, ঢাকা
৬৩৭
কষ্ট'রা লুকিয়ে থাকে
সময়ের পরতে পরতে
যেন বা অমরত্ব নিয়ে আছে পৃথিবীতে
কষ্ট'রা বেচে থাকে
জীবনকে আঘাত করার প্রয়াসে
প্রতিটি নিশ্বাসে প্রশ্বাসে
কষ্টকেই সমীহ করে চলা
মানব জীবন ভীষন একা
কথাগুলো হয় না বলা
মে ১, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৬৩৮
এড়িয়ে যেতে পারি না
আবার, অস্বীকারও করতে পারি না
অসহনীয় এক যন্ত্রনা;
শুধু বয়ে বেড়াতে পারি, এছাড়া
আমি আর কিছুই পারি না
কিছু একটা জড়িয়ে আছে
তাড়িয়ে বেড়াচ্ছে সারাক্ষণ
এখন নয়তো তখন
ভয়ে, আতংকে, শিহরনে
মে ২, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
৬৩৯
ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘণ্টার কাটা
থেমে নেই, চলমান;
শুধু আমি থেমে আছি
থেমে গিয়ে ভাস্কর হয়ে গেছে আমার ভালোবাসা
ঘড়ির কাটার মতোই চলমান
সন্দেহের কাটা
ভালোবাসাহীন ভালোবাসার কাটা
মে ২, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬৪০
মানুষ গাছ হয়ে বাঁচতে পারে !!
বিশ বছর আগে জানা ছিল না
একটু একটু করে
আমি গাছ হয়ে গেছি;
গাছ হয়ে বাঁচতে শিখে গেছি
এখন আমি অবসর গ্রহন করেছি
সংসার থেকে
বিশ্বজগত থেকে
আমার প্রতি আর কারো বিদ্বেষ নেই, অভিযোগ নেই
মে ২, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা