৬২৬
অর্ধরাত নির্ঘুমেই কাটাই
শুধু শব্দ খুজে বেড়াই

শব্দের গহীনে লুকিয়ে থাকে
অতীত সময়ের কণা, প্রতি বাকে

সময়ের কণায় কিছু একটা পাই
যদিও বা, অনেকটাই হারাই

এপ্রিল ২৭, ২০২৩ রাত ৮টা
শেফ রুফটপ, শেওড়াপাড়া, মিরপুর

৬২৭
কোন কিছু 'আছে',
সেটা যেমন ভালো, আবার কোন কিছু 'নাই', সেটাও ভালো
শরীর, মন উভয়েই জানে "আছে কিংবা নাই",
প্রস্তুতি থাকে।
এমনকি চিন্তার জগতও স্পষ্ট থাকে, "আছে কিংবা নাই" বিষয়ে

সবচেয়ে খারাপ হলো, "নাই কিন্ত আছে", বিষয়টা,
এক ধরনের ইলুউসন সারাক্ষন তাড়িয়ে বেড়ায়।

তারচেয়েও ভয়ংকর হলো, "আছে কিন্তু নাই", বিষয়টি
মানুষের মনকে অস্থির করে তোলে,
কোন কাজই ঠিকমত করা যায় না,
কোন সিদ্ধান্তে আসা যায় না,
কোন কিছুতে এনগেজড হওয়া যায় না,
কোন কিছু বাদ দেয়া যায় না,
নুতন করে কিছু ভাবাও যায় না।

এপ্রিল ২৫, ২০২৩, সন্ধ্যা ৬টা
মিরপুর, ঢাকা

৬২৮
অনেকটা পথ এগিয়ে
তবুও কিছুটা যেন পিছিয়ে

চেনা পথে অচেনা সময়
চোখ ভরা বিস্ময়!!!

এপ্রিল ২৭, ২০২৩ রাত ৮টা
শেফ রুফটপ, শেওড়াপাড়া, মিরপুর

৬২৯
অনেকের কাছে,
বাস্তবিক সুখ অপেক্ষা কল্পিত সুখ অধিক প্রিয়,
আমার কাছেও তাই।

কল্পিত সুখে বাইরের কোন উৎপাত থাকে না,
নয়েজ থাকে না এমনকি
সময়ের সীমাবদ্ধতা থাকে না।

এপ্রিল ২৮, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা

৬৩০
আর কথা হয় না
খ্যাতির চূড়ায় থেকে নিয়মিত অবহেলা
আর উপেক্ষা

তবুও, ভাবনার দ্বারে ফিরে ফিরে আসে
অকারণ বাহানা
যখন তখনই দেয় মনে হানা

এপ্রিল ২৮, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা