৬২১
আমি প্রতিদিন
ছিনতাই হয়ে যাই
কার কাছে
কিভাবে
কেন
কিছুই জানি না
এপ্রিল ১৫, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬২২
জন্মনেয়া ইচ্ছেগুলো
প্রতিদিনই একটু একটু করে নিভে যায়
অনেক চেষ্টা করি
জ্বালিয়ে রাখতে, জীবন্ত রাখতে
অবশেষে একদিন মৃত্যুই ঘটে
এভাবেই, আমার ইচ্ছেগুলোর
মৃত্যু দেখি প্রতিনিয়ত
জীবিত আমার চোখের সামনে
অসংখ্য ইচ্ছের মৃত্যু দেখা
খুব কষ্টের!!
এপ্রিল ১৫, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬২৩
তোমাকে দেখে ঈর্ষা হয়
ক্ষুদ্রতাই সুন্দর
অল্পতেই গোছনো, নান্দনিকতার সমাহার
তোমার দ্বারাই সম্ভব
তোমাকে দেখে আমার ঈর্ষা হয়
এমন একজন বন্ধু
এমন একজন পার্টনার, আমার
ভীষন প্রয়োজন ছিল
এপ্রিল ১৫, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬২৪
বাতাসে তপ্ত লু হাওয়া
তীব্র দাবদাহে মানুষের নাভিশ্বাস
অথচ
আমি সর্বহারা শূন্যতায়
ফাঁকা নিঃশ্বাসের তাপে
হৃদয় পোড়া আগুনে ছটফট করি!!
এপ্রিল ১৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
৬২৫
বন্দী ক্যানভাসে
একটি অপ্রকাশিত সত্য
সারাক্ষন ঘোরপাক খায়
অসম কথপোকথনে
ঝাপসা চেহারা
অনুভবগুলো ম্লান হতে থাকে ধীরে;
খুব ধীরে
আমার সমস্তটুকু সঁপে দিয়ে
এখন রিক্ত হয়েছি
একা ঘরে নিঃসঙ্গতায় ডুবে আছি
এপ্রিল ১৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা