৬১৬
পৃথিবীতে অধিক বিক্রিত পণ্য কি কি?
ক্ষুধা এবং স্বপ্ন
দুটোই আছে আমার
বিক্রয়যোগ্য নয়; নিজের জন্য
আমার আর ভালো থাকা হলো না
এপ্রিল ১০, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৬১৭
স্রষ্টার দুটো বিস্ময়কর সৃষ্টি
ঘূম এবং রাত
প্রতিদিন ঘুরে ঘুরে রাত আসে
ইদানীং আমি ঘুমাতে পারি না
ঈশ্বর কি ভয়ানক ক্ষেপে আছেন?
আমি ক্ষেপে থাকবো কার উপর?
এপ্রিল ১১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬১৮
মানুষের পিশাচী মস্তক
লোভের ক্যানভাসে জড়িয়ে থাকে
অজস্র অজানার ভেতর জানার তর্কে
সাগরের ওপারে গর্জন অপেক্ষারত
এখনো হুশ হয়নি ?!
রক্তের স্রোতের দিকে ফিরে তাকাও
মুক্তির দিশা মিলবে
এপ্রিল ১১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬১৯
শত ব্যস্ততা দিনজুড়ে
জাগ্রত ভাবনাগুলো ঘুরে বেড়ায় এখানে সেখানে
আমি নিশ্চপ থাকি
শূন্যতার দুয়ারে
বিরামহীন আলোর কাছে
অচল ভাবনাগুলো স্থান পায় না
আমি দৃঢ় থাকি, নিশ্চল থাকি
তথাপি
শূন্যতা ভীড় করে
এপ্রিল ১১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
৬২০
কুয়াশার দিন শেষে
নিত্য আলো আসবে
অপেক্ষায় তো থাকি
অপেক্ষারা ভীষন ক্লান্তি অনুভব করে
আমি আর পেরে উঠি না
অপেক্ষাদের সাথে
জনস্রোতের ভেতর গলাভাঙা চিৎকারে
অপেক্ষারা আরো বেশি ক্লান্ত হয়ে পড়ে
নীরবতা ভর করে, আমি তখন ভীষন একা থাকি
এপ্রিল ১১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা