৬০৬
খুব করে চেয়েও পাওয়া হয় না, আবার
পাওয়া গুলো চাওয়ার ছিল না
মানুষের চিরন্তন এই চাওয়া পাওয়া গুলো
সমানুপাতিক হয় না
মানুষ সুখী হতে চায় কিন্তু ভালোবাসে
কষ্টকে
সুখ এবং কষ্টের কোন সমানুপাত হয় না
ভারসাম্য থাকে না
প্রকৃতিকে আমার ভারসাম্যপূর্ন মনে হয় না
এপ্রিল ৮, ২০২৩ ভোর ৫টা
মিরপুর, ঢাকা
৬০৭
আমি তবে ফিরেই যাই
অপেক্ষার অপেক্ষাটা শেষ হয়
কাছে চাওয়াটা যখন সবল নয়
উপেক্ষাটা যখন প্রবল হয়
থেকে যাওয়াটা তখন সম্মানের নয়
আমি তবে ফিরেই যাই
এপ্রিল ৯, ২০২৩, ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৬০৮
ধীরে ধীরে আমি ভুলে যাচ্ছি
আমার
একজন প্রিয় মানুষ ছিল
একটা প্রশান্তির জায়গা ছিল
একটা স্বপ্ন ছিল
একটা হাত ধরে
পুরো জীবন কাটিয়ে দেয়ার কথাও ছিল
জীবনের সাথে সখ্যতা ছিল
এখন আর কিচ্ছু নেই
কথাগুলো আর কথা নেই
এপ্রিল ৯, ২০২৩, ভোর ৫টা
মিরপুর, ঢাকা
৬০৯
সেই তো ফিরে এলাম
বড্ড দেরী হয়ে গেল
দেরী হওয়া মানে
ঘুম থেকে উঠতে আলসেমি করে
দেরী হওয়া নয়
প্রেমিকার আসতে দেরী হওয়াও নয়
অনেকটা ক্ষতি সাধন করেই
ফিরে আসা
প্রায় পুরোটাই
তবুও তো এলাম
থেকে যাওয়াটাই এখন মূখ্য
এপ্রিল ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা
৬১০
জমানো শব্দগুলো
কোন এক প্রভাতে প্রকাশিত হয়ে পড়ে
যখন
সহস্র প্রত্যাশাগুলো উড়ে যায়,
মিলিয়ে যায় আকাশে
ভোরের স্নিগ্ধ নির্জনতা
স্থির চোখের সীমানায় যখন আকাশের নীল
এক নিঃশ্বাস দূরেই তুমি ঘুমিয়ে
অথচ
যোজন যোজন দূরত্ব
প্রতিদিনের ভোর শেষ হলেই
হেটে চলা ক্লান্তির পথ
যেতে হবে দূর, বহুদূর, একা একাই
এপ্রিল ৯, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা