৬০১
অল্প একটু রঙ দিয়েও
কত সুন্দর ছবি আঁকে মানুষ!!
অথচ আমার চারদিকে
রঙের সমারোহ
জীবনের পুরো ক্যানভাসটাই
ফাঁকা রয়ে গেল
এপ্রিল ৭, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৬০২
ঘাটে পৌঁছার একটু আগেই
লঞ্চটা ছেড়ে গেল
তখনো এয়ারপোর্টে পৌঁছানো হয়নি
প্রেনটা আকাশে উড়াল দিল
সারাদিনের কাজ শেষে
বাসায় ফিরার একটু আগেই, গেটটা বন্ধ হয়ে গেল
সব সময় আমার ক্ষেত্রেই
কেন এমনটা হয়?
আমার সাথে বৈরিতা কিসের?
এপ্রিল ৭, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৬০৩
সফলতার পেছনে অনেক
কারন থাকে
বিশ্লেষন করা যায়
অথচ ব্যর্থতার জন্য জোরালো
কোন কারন থাকে না, কখনো কখনো
ব্যর্থতা নিজেই, সকল ব্যর্থতার
একমাত্র কারন
এপ্রিল ৭, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৬০৪
তোমার জন্মদিনে
আমি অনেক বেশি ঈর্ষায় থাকি
অনেক মানুষের
শুভেচ্ছার সমারোহে
তোমার মনোযোগ পাই না
আমি ইচ্ছে করেই
শুভেচ্ছা ফুল পাঠাই না
“জন্মদিনের শুভেচ্ছা”, ম্যাসেঞ্জারে শুধু এটুকুই লিখি
তুমি ঘ্রান পাও কি না জানি না
এপ্রিল ৭, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
৬০৫
অনুপযোগী আল, বাতাস আর
মাটিতে
শুদ্ধতার চাষ হয় না
তবুও, মিছে আয়োজনের আশ ফুরোয় না
কুলষিত মন আর আস্থাহীনতার
বীজে
পবিত্রতার চাষ হয় না
জীবন ফুরিয়ে গেলেও
প্রশান্তির দেখা মেলে না
ব্যর্থতার চাপে নুতন ব্যর্থতার জন্ম নেয়া শেষ হয় না
এপ্রিল ৮, ২০২৩ ভোর ৫টা
মিরপুর, ঢাকা