৫৯৬
কেউ কেউ নির্লজ্জের মতো
দীর্ঘদিন বেঁচে থাকে
আমিও তেমনি একজন
ফুটপ্রিন্ট বাড়ানোর দায় নেবে কে
মানুষের জ্ঞানও কখনো থাকে
নিরুপায় ফাঁদে
এপ্রিল ২, ২০২৩ বিকেল ৩টা
মিরপুর, ঢাকা
৫৯৭
সুখ, উল্লাস, আনন্দের যেমন
একটা অংক থাকে
দুঃখ, কষ্ট, বেদনা কিংবা দহনেরও
একটা গানিতিক সমীকরন থাকে
শুধু বিষাদের কোন অংক হয় না
সমীকরণ থাকে না
সব কিছুই অর্জিত হয়, অর্জনযোগ্য
শুধু “বিষাদ” হয় অর্পিত
এপ্রিল ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
৫৯৮
আমাদের সংস্কৃতি মিশে গেছে
প্রগতির উন্মাদ সমুদ্রে
নিরাপত্তার ভয়ে, জীবনপোকরনের লোভে
পদলেহনের অভ্যস্ততায়
আমরাও সংস্কৃতি বিক্রি করছি মুখোশের মোড়কে
সীমান্তে পাহাড়াদার নিয়োগ
ওয়াজ মাহফিলের আয়োজন;
সংস্কৃতি ব্যবসায়ীর আস্ফালন
সবই; ফাঁকা আওয়াজ
চলুন
জীবন উদযাপনের ইচ্ছে বাদ দিয়ে
উপভোগে নিমগ্ন হই!!
একদিন তলিয়ে যাবো, নিশ্চিত
এপ্রিল ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
৫৯৯
মগজের প্রতিভা অপেক্ষা
শরীরী প্রতিভা বেশি কার্যকরী
বিনা কারনে আত্ম বিশ্বাসের দড়ি
দীর্ঘ করে লাভ কি
সীমাবদ্ধতার শেকলে আজন্মের বন্দিত্ব
আদিম সমাজে ছিল না
সভ্য সমাজে বেড়েছে
এপ্রিল ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
৬০০
মৃত্যুর মতোই দুর্বোধ্য
জীবনের ভাষা
কেউ কেউ, অহেতুক জীবন ভাষাবিদ দাবী করে
শূন্যতার ভাষা আরো কঠিন
নীবরতার ভাষা কঠিনতর
আমি একটি ভাষাও জানি না
কি এক অসহায়ত্ত আমার
এপ্রিল ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা