অনু কাব্য সমগ্র

৯১
নানা ধরনের সংবাদ
বহন করে এসেছিল জিব্রাইল;
এখন আর আসে না
আসবেও না।

এখন কেবল মৃত্যু সংবাদ
নিয়ে আসে আজ্রাইল;
তার আসা যাওয়া থামে না।
সংবাদটি ভালো নাকি খারাপ?

একেকজন একেকভাবে জানে
আমি জানি ভালো হিসেবে;
তুমি?

নভেম্বর ১৭, ২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৯২
জীবনের থাকে
অনেক অভিজ্ঞতা; কখনো,
জীবন নিজেই একটি অভিজ্ঞতা।

ঈশবরকে ছুয়ে দেয়ার স্পর্ধা
নাকি, মুক্ত চিন্তা;
সময়ের কাছে পরাধীন থাকে
ব্যাক্তি স্বাধীনতা।

নভেম্বর ১৭,২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৯৩
ফেসবুকে
ফেরেস্তা থেকে গৌতম বুদ্ধ
সবার প্রতিচ্ছবি পাওয়া যায়;

বাস্তবতার অভিধানে বিপরীতটাই
দেখা হয়;
বাস্তব, সুন্দর অথচ বৈপরিত্য;
ভার্চুয়াল, নিখুত তবে একাকীত্ব।

নভেম্বর ১৭, ২০২২ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৯৪
কতটুকু সংশোধনযোগ্য
মানুষের মন?
জীবনের রূপরেখা কত বড়
কিংবা কত ছোট হতে পারে?

কতটুকু অভিজ্ঞতার ফসল
জীবনের এই যোগফল?
কতটুকু ভালোবাসার পূর্ণতায়
মানুষের জন্ম হয় সফল?

নভেম্বর ১৭, ২০২২, সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৯৫
পাপের সরঞ্জাম দিয়ে
সাজানো থাকে মনের উদ্দ্যান;
দেহের পরিচ্ছন্নতায়
কি যায় আসে!!!

পবিত্রতার সকল আয়োজন
মুখোশে মুখোশে সমাধান;
নিরিবিলি রক্তক্ষয়ে, রক্তপাতে
পাথরের ঘুম ভাংগে
বহুকাল পরে, প্রান্তসীমাতে।

নভেম্বর ১৭, ২০২২, সন্ধ্যে ৭টা
স্ট্রিট টি স্টল, মিরপুর, ঢাকা

৯৬
মানুষের কষ্টগুলো
বুকের গভীর থেকে খানিকটা
গজিয় ওঠে;
শুভ্র সতেজ মুখমন্ডিল।

বিষন্ন নীরবতা
দিগন্ত বরবার  বহুদূর বিস্তৃত থাকে;
পৃথিবীর উত্তর এবং দক্ষিন গোলার্থে
একই রূপ, প্রকাশে ভিন্নতা।

নভেম্বর ৬, ২০২২, রাত ১০ট
মিরপুর, ঢাকা

৯৭
অনেক সাধনায়
আগামীর স্বপ্ন তৈরী হয়;
পাহাড়ি একটি ঘোড়া
সব খেয়ে ফেলে।

অলৌকিক নাতিদীর্ঘু সুতো
সুবোধ বালকের ঘুড়ির মতো
আকাশে ওড়ে;
পাখির ডানা ঝাপ্টায় তা ছিড়ে যায়।

নভেম্বর ৬, ২০২২, রাত ১০ট
মিরপুর, ঢাকা

৯৮
নির্বোধ চোখের পিপাসা
অপেক্ষা করে;
স্নায়ু পরিপূর্ন হয় রক্তলাল যন্ত্রনায়
সবুজ সিগন্যা তখনো অপেক্ষায়।

নত হতে হতে
দেহের চর্বি কমেছে;
ঘুম আর স্বপ্নের সঙ্গমে তোমার উপস্থিতি
নিষ্ঠুর নাতিদীর্ঘ রাত্রির আস্ফালন।

নভেম্বর ৬, ২০২২, রাত ১০ট
মিরপুর, ঢাকা

৯৯
মনে হল, তোমার স্পর্শ পেলাম
সামনে পাইনি;
মনে হল, তোমার দেখা পেলাম
আসলে পাইনি।

মনের জগত, ভার্চুয়া জগত
বাস্তবতার চালচিত্র;
আজকাল গুলিয়ে ফেলি
একই সাথে তিনটি পৃথিবীতে বসবাস!!

নভেম্বর ২, ২০২২, বিকেল ৩টা
স্ট্রিট টি স্টিল, শান্তিনগর, ঢাকা

১০০
গোলাকার পৃথিবীতে
গতি বৃদ্ধি করে লাভ নেই;
থামতে জানাটাই ভালো
সেই তো কেন্দ্রবিন্দুতেই ঘূর্নায়মান!!

জীবনের সমীকরণ
শেষ পর্যন্ত “এক”;
আনুপাতিক হারে যত ব্যস্ততাই থাকুক
কেন্দ্রবিন্দু একই; নিজের অস্তিত্বে ফেরা।

নভেম্বর ২, ২০২২, বিকেল ৩টা
স্ট্রিট টি স্টিল, শান্তিনগর, ঢাকা