অনু কাব্য সমগ্র
৩৩১
আমার হৃদয় জমা রেখেছিলাম
তোমার কাছে;
এবার ফেরত চাই।
অনুমান করছি, এরই মধ্যে
তোমার হৃদয় মিশে শংকর হয়ে যায়নি;
অবিকৃতটাই ফেরত চাই
আমি একা চলতে শিখে গেছি
আর সমস্যা হবে না;
জনঅরণ্যে মিশে একাকীত্তব।
জানুয়ারী ১৭, ২০২৩, রাত ৯টা
মিরপুর, ঢাকা