ধার্মিকের যুক্তি
বিশ্বাসেই মুক্তি;
নাস্তিকের যুক্তি
বিজ্ঞানেই মুক্তি।
যুক্তি এবং মুক্তি
দুটোই এক প্রকার আসক্তি;
কেউই জানে না
কোনটা আসল সত্যি।
বিশ্বাস বিজ্ঞানের
অপেক্ষা করে না;
বিজ্ঞান বিশ্বাসের
তোয়াক্কা করে না।
মানুষের বিশ্বাস
অসীমতায় হারায়;
মানুষের বিজ্ঞান
প্রতিনিয়ত বদলায়।
একেশ্বরবাদ, বহুঈশ্বরবাদ
তর্কে বিতর্কে জাত পাত;
সেই সুযোগে
নুতন উদ্ভাবন প্রকৃতিবাদ।
বিশ্বাসে মিলায় বস্ত
তর্কে বহুদূর;
অবিশ্বাসে তথাকথিত স্বাধীন জীবন
সুখে ভরপুর।
বিশ্বাস, অবিশ্বাস নিজেরই থাক
অহেতুক তর্ক বিতর্ক নিপাত যাক;
হউক কিছু মৌলিক নীতির আবাদ
বেচে থাকুক মানবতাবাদ।
বাসাবো, ঢাকা
অক্টোবর ২৫, ২০২২, ভোর ৬টা