সম্পর্কের পারদ ওঠানামা করে
সময়ের ওমে, কিংবা
আগ্রাসী আক্রমনে
সম্পর্কের সম্পর্ক ম্লান হয়
উপেক্ষায়, অবহেলায় কিংবা
পরিকল্পিত অবমাননায়
সম্পর্কগুলো বধির হয় না
ভেতরে তোলপাড় করে
অনুরননে কিংবা বিষাদে
সম্পর্কগুলো আশ্চর্য নির্লিপ্ত থাকে
কখনো সরব, কখনো বা
ঝলকানো আলোয় উদ্দীপ্ত
কোন সম্পর্কের নাম হয় না
কোনটা সরব, প্রান থাকে না
কখনো সম্পর্ক; সম্পর্কিতই হয় না
মার্চ ৪, ২০২৩ সন্ধ্যে ৬টা
স্ট্রিট টি স্টল, মিরপুর-১০, ঢাকা