সময়ের আগেই তো যেতে চাই
কিন্তু পারি না তো
মানুষের ক্ষমতা খুব সীমিত
আগে কিংবা পরে, কোন ক্ষমতাই নেই
মানুষ কেবল অপেক্ষা করতে জানে
সেটাই শেখানো হয়েছে
আগুনে দগ্ধ হলে
পুড়ে ছাই হলে
কষ্টে কষ্টে অতীষ্ট, হলেও
অপেক্ষাই করতে হবে
সেটাও যন্ত্রনার উপর যন্ত্রনা
কষ্টের উপর কষ্ট
কষ্টের সাথে কষ্ট
উপর্যপুরী যাকে বলে
আমার এবং অনেকের, কোন মুক্তি নেই
ফেব্রুয়ারি ৩, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা