(অনু কবিতা)

শুন্যের অবস্থান থাকে
সংখ্যার ডানে কিংবা বায়ে
বিস্তর ফারাক!! ব্যবধান!!

শূন্যতার
কোন অবস্থান নেই
তীব্র এবং ভয়ংকর, একটা অনুভূতি
নাম "শুন্যতা"

শূন্যতার দহন কুড়ে খুড়
খায় প্রতিদিন
নিঃশ্বাস থাকে যতোদিন!!

মিরপুর, ঢাকা
অক্টোবর ৩, ২০২২, বিকেল ৫টা