মাঝে মাঝেই জমজম কুপের
পানি খাই নির্ধিদ্ধায়
শুদ্ধ হবার প্রত্যাশায়

মাঝে মাঝেই
আসমানী কিতাব পড়ি
শুদ্ধ হতে চাই প্রতিনিয়ত

অথচ, ওরা শুদ্ধ হতে দেয় না
নিজের সাথেই যুদ্ধে লিপ্ত হয়ে পড়ি

“ওরা” মানে আমি এবং  আমি
“যুদ্ধে লিপ্ত” মানে, আমার সাথেই আমি

সবাই অন্যের সাথে যুদ্ধে
জয়ী হতে চায়
আমি চাই নিজের সাথে

মার্চ ২০, ২০২৩ ভোর ৬টা
পটুয়াখালি