সেপ্টেম্বর ২০১৮ থেকে মে ২০২২ সময়কালে ১০১ থেকে ২০০টি কবিতার উপর আলোচনা লিখেছি, প্রকাশ হয়েছে আসরের পাতায়। এর আগে ১ থেকে ১০০টি কবিতা আলোচনা করেছিলাম নভেম্বর ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৮ সময়কালে এবং প্রথম ১০০শত কবিতা আলোচনার অভিজ্ঞতার উপর একটা বিশ্লেষন পোষ্ট করেছিলাম সেপ্টেম্বর ৮ তারিখে আসরের পাতায়। আজ আবার ২য় শততম কবিতা আলোচনার অভিজ্ঞতার নিয়ে লিখছি। লেখার শেষে, ১০১-২০০ পর্যন্ত কবিতার শিরোনাম, কবি’র নাম, প্রকাশের তারিখ সংযুক্ত রইলো।
কবিতা নির্বাচনঃ বরাবরের মতোই আলোচনার জন্য প্রতিদিন কবিতা নির্বাচন করা একটা জটিল কাজ। প্রতিদিন অনেকগুলো কবিতাই তো পড়ি, অনেকগুলো কবিতাই তো ভালো লাগে, তাহলে আলোচনায় রাখবো কোনটি? কিছু কবিতা পড়লে ভালো লাগে, নিজের অনুভবে বুঝতেও পারি বেশ ভালোভাবেই কিন্তু কয়েকলাইন লিখার পর বুঝতে পারি আর এগোতে পারি না। অনেক সময় তো এমন হয়ই, নিজের বুঝতে পারাটা অক্ষরে রূপ দেয়া কঠিন হয়ে পরে। ভাষার উপর অনেক বেশী দখল না থাকলে, শব্দকে ভেঙে ভেঙে বুঝতে না পারলে, নিজের অনুভবকে উপস্থাপন করার মতো যথেষ্ট মাত্রায় শব্দ ভান্ডার না থাকলে, লিখা এগোয় না। আবার এমনও হয়েছে, কোন কোন কবিতার আলোচনা লিখার পর, নিজের আর ভালো লাগেনি ফলে পোষ্ট দেয়া হয়নি। শত শত কবিতা থেকে একটি মাত্র কবিতা নির্বাচন করা আসলেই একটি জটিল কাজ।
আলোচনার শুরু এবং শেষটা কিভাবেঃ প্রায় প্রতিদিনই, লিখতে বসে, শুরুটা, শুরু করতে পারি না। বেশ সময় চলে যায় শুরু করা। একবার শুরু করতে পারলে, তারপর নিজ গতিতেই চলে লিখা। একই ভাবে শেষটাও খুব গুরুত্তপূর্ন, অনেক সময়ই এমন হয়েছে, শেষটা ঠিক শেষ হয়নি, শেষের পরেও যেন কিছু কথা থেকেই গেছে। যে কোন লেখার শুরু এবং শেষটা এতোই গুরুত্বপূর্ন যে, দু একবার এমন হয়েছে, লিখাটা শেষ করেও শেষটা লিখতে পারিনি ফলে আর পোষ্ট করা হয়নি। আবার কখনো কখনো, শেষটা আগেই ভেবে নিয়ে লেখা শুরু করেছি।
নবীন প্রবীন প্রাধান্যঃ আসরে অনেক প্রবীন লেখক আছেন দশ বা তারচেয়ে বেশী সময় ধরে, লিখছেন, সংখ্যার দিক থেকে কারো কারো হাজার এর উপর কবিতা প্রকাশ হয়েছে। যিনি ১০০০ কবিতা লিখতে পারেন, নিঃসন্দেহে তার লিখার ক্ষমতা আছে, ভাবনায় বৈচিত্র্য আছে। অন্যদিকে, গুনগত দিক থাকে, অনেকের কবিতাই অনেক ভালো হতে পারে হয়তো বা তিনি আসরে নবীন। এবারে ২য় শততম কবিতা আলোচনার জন্য অপেক্ষাকৃত নবীনদের (কবিতার আসরে সংযুক্তি হিসেবে)) কবিতা প্রাধান্য দিয়েছি ইচ্ছে করেই। বলা যায়, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে। কিন্তু সে আশা বা প্রজেক্টড ভাবনা অনেকাংশেই ফলপ্রসূ হয়নি। কেননা, অনেক লেখকের কবিতা আলোচিত হয়েছে কিন্তু তিনি আলোচনাটি পড়েনি কিংবা পড়েও কোন প্রকার অভিব্যক্তি বা মন্তব্য প্রকাশের দায়িত্ববোধ করেননি।কিংবা এমনও হতে পারে, আলোচনা তার পছন্দ হয়নি (কিন্তু সেটা হলেও এক ধরনের অভিব্যক্ত থাকে)। আবার এমনও দেখাঁ গেছে, লেখক তার নিজের কবিতার উপর আলোচনায় খুব দায়সাড়া গোছের মন্তব্য দিয়েছেন। যিনি এতো ভালো কবিতা লিখতে পারেন তিনি মন্তব্য লিখতে পারেন না, সেটা ভাবা অমূলক। পেছনের ঘটনা যাই হউক, আমার উদ্দেশ্য ফলপ্রসু হয়নি, সেটাতো স্পষ্ট। এর পরের শততম আলোচনায়, এরকম বিবেচনাবোধ থেকে বেরিয়ে আসবো নিঃসন্দেহে।
আলোচনার কাঠামোঃ আলোচনার কাঠামোতে খুব একটা পরিবর্তন করিনি, আগের শততম কবিতার কাঠামোর মতো এবারও একই কাঠামো ব্যবহার করেছি। ভাবছি, পরের শতশত কবিতা আলোচনায় (যদি লিখি, যদি সময় পাওয়া যায়) কাঠামোগত কিছু পরিবর্তন আনবো। এখনো জানি না, কাঠামোটা কেমন হবে।
দীর্ঘসূত্রিতাঃ প্রথম শততম কবিতা যতো দ্রুততম সময়ে লিখেছিলাম, এবার অপেক্ষাকৃত সময় একটু বেশীই লেগেছে। তার প্রধান কারন হলো, চোখের সমস্যা হওয়াতে প্রায় দুবছর, কোন কবিতা লিখিনি, কোন আলোচনা করিনি, বলা যায় আসরে লগইন ই করিনি।
সব মিলিয়ে, ২য় শততম কবিতা আলোচনার জন্য দীর্ঘ সময়টা (সেপ্টেম্বর ২০১৮ থেকে মে ২০২২), বেশ ভালো কেটেছে। কোন কোন কবিতা আলোচনা লিখতে গিয়ে একটু বেশীই ভাবিয়েছে, কোনটা হয়তো বা তাৎক্ষণিকভাবেই লিখতে পেরেছি।
নানা অভিজ্ঞতায় শেষ করলাম ২য় শততম কবিতা আলোচনার মিশন। সবাই কে শুভেচ্ছা।
১০১ থেকে ২০০ তম কবিতার শিরোনাম, কবির নাম এবং প্রকাশের তারিখঃ
২০০। কবি মন, সংহীতা গাঙ্গুলী (মে ৩১, ২০২২)
১৯৯। অশ্রু মুছে নেয়া আঁচলের ভাঁজ, শরীফ এমদাদ হোসেন (মে ৩০, ২০২২)
১৯৮। বেঁচে থাকতে হলে স্বপ্ন ভাঙতে হয়, তামান্না ফেরদৌস (মে ২৯, ২০২২)
১৯৭। সাপলুডো,অসিত কুমার রায় (রক্তিম) (মে ২৮, ২০২২)
১৯৬। বিপন্ন মানবতা, মধু মহাজন (মে ২৭, ২০২২)
১৯৫। ঘুষের পিরামিড, দীপঙ্কর বেরা (মে ২৬, ২০২২)
১৯৪। গীবতের মায়াজাল, মুহাম্মাদ ইয়ামিন ফরহাদী (মে ২৫, ২০২২)
১৯৩। বয়সটা আবেগের, শ্রী সজীব চন্দ্র খাসকেল (মে ২৪, ২০২২০
১৯২। জার্নি টু ৩০২২, প্রনব মজুমদার (মে ২৩, ২০২২)
১৯১। পিঁপড়ের অভিযোগ, সুলতান মাহমুদ (মে ২২, ২০২২)
১৯০। পাপ-পুণ্য, মোঃ সোলায়মান মিয়া (মে ২১, ২০২২)
১৮৯। জীবনের উপলব্ধি, মৌসুমী দাস (মে ২০, ২০২২)
১৮৮। নেশা, মিয়া সাইফুদ্দিন (মে ১৯, ২০২২)
১৮৭। একটি পূর্ণদৈর্ঘ্য জীবনের সিনেমা, রশিদ হারুন (মে ১৮, ২০২২)
১৮৬। আহাম্মক ধার্মিক ও লম্পট প্রেমিক, কবি চাঁছাছোলা (মে ১৭, ২০২২)
১৮৫। বিচ্ছেদ, শাওন সানা (দিপু) (মে ১৬, ২০২২)
১৮৪। শূন্যতা, সুমাইরা হোসেন সুরভী (মে ১৪, ২০২২)
১৮৩। নিঃসঙ্গতার সমাবেশ, মানব রহমান (মে ১৩, ২০২২)
১৮২। আজব বিয়ে, এম এ মাসুদ রানা (মে ১২, ২০২২)
১৮১। জাউড়া প্যাট, মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) (মে ১১, ২০২২)
১৮০। শুধুমাত্র ভালবাসার জন্য কবিতা লিখতে গিয়ে। অভিজিৎ জানা (মে ০৭, ২০২২)
১৭৯। জয় পরাজয়, আলী আমজাদ আল আজাদ (মার্চ ৩১, ২০২২)
১৭৮। কে বেশি দামি, শম্পা দত্ত (মার্চ ৩০, ২০২২)
১৭৭। লোক দেখানোর মুসল্লি, আশরাফুল ইসলাম (মার্চ ২৯, ২০২২)
১৭৬। রাক্ষুসে পুলিশ, শাহনেওয়াজ শাহ (মার্চ ২৮, ২০২২)
১৭৫। লকডাউনের প্রেম, আহম্মদ জোবায়ের (মার্চ ২৭, ২০২২)
১৭৪। প্রিয়ার চেয়ে শালী সুন্দর (গীতিকবিতা ০৯), এস এ ইমন (মার্চ ২৬, ২০২২)
১৭৩। লাগাতার প্রশ্ন, অজিত কুমার কর (মার্চ ২৫, ২০২২)
১৭২। আলো ও অন্ধকার, কবীর হূমায়ুন (মার্চ ২৪, ২০২২)
১৭১। পার্থক্য, মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী মঞ্জবাক (মার্চ ২৩, ২০২২)
১৭০। তখনও দুঃখ আমাকে স্পর্শ করেনি, মুহাম্মদ নূর ইসলাম (মার্চ ২২, ২০২২)
১৬৯। এতোবেশি কেয়ার আমার ভাল্লাগে না, অনন্য কাওছার (মার্চ ২১, ২০২২)
১৬৮। সংসার মানে, আফরিনা নাজনীন মিলি (মার্চ ২০, ২০২২)
১৬৭। আলসেমি রোগ, মুহাম্মদ নূর ইসলাম (মার্চ ১৯, ২০২২)
১৬৬। নানান অজুহাত খুঁজি, মিনু গরেট্টী (মার্চ ১৮, ২০২২)
১৬৫। জানিনা কবিতা হয় কি,না, এস,এ,ইমন (মার্চ ১৭, ২০২২)
১৬৪। ধর্ম, পৃথা চ্যাটার্জী (মার্চ ১৬, ২০২২)
১৬৩। শিশুর কান্নায় কাঁপে আরশ, মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)(মার্চ ১৫, ২০২২)
১৬২। পোড়া-রুটি মোঃ আব্দুস সোবহান রুসাফী (মার্চ ১৪, ২০২২)
১৬১। স্বর্গীয় সুখ, শম্পা দত্ত (মার্চ ১৩, ২০২২)
১৬০। সার্টিফিকেট, মাহমুদুর রহমান মানিক (মার্চ ১২, ২০২২)
১৫৯। ভয়ংকর পরিণাম, গোপাল চন্দ্র সরকার (মার্চ,১১ ২০২২)
১৫৮। ভার্চুয়াল সংসার, তানভীর আজীমি (মার্চ,১০ ২০২২)
১৫৭। হতাশার চাদর, Black Masum (মার্চ,০৯ ২০২২)
১৫৬। মূল্যবোধ, মোঃ শাহজাহান আলী (মার্চ,০৮ ২০২২)
১৫৫। ঘৃণিত বিধাতা, রাফিয়া নূর পূর্বিতা (মার্চ,০৭ ২০২২)
১৫৪। কমজোরের অভিলাষ, মানব রহমান (মার্চ,০৪ ২০২২)
১৫৩। মামলার আরজি, এইচ আই হামজা (মার্চ,০২ ২০২২)
১৫২। কলম কালি, উবায়দুল্লাহ আল ফারুক (ফেব্রুয়ারী ২৫, ২০২২)
১৫১। কালচার –আনকালচার, সুকান্ত দাস (ফেব্রুয়ারী ২৪, ২০২২)
১৫০। এখন তুমি একা থাকা শিখে গেছো, আবৃত্তিশিল্পী শান্ত ইসলাম (ফেব্রুয়ারী ২৩, ২০২২)
১৪৯। প্রেমের স্বাধীনতা চাই, ফাইয়াজ ইসলাম ফাহিম (ফেব্রুয়ারী ২২, ২০২২)
১৪৮। বুকের ভিতর বাবার কবর, মাহাবুবা বিথী (ফেব্রুয়ারী ২১, ২০২২)
১৪৭। তুমিবিহীন অস্তিত্বহীন, সুদীপ্তা চৌধুরী (ফেব্রুয়ারী ২০, ২০২২)
১৪৬। আলোর অন্ধকার (কাব্য কনিকা ১৯৫), পারমিতা ব্যানার্জি (ফেব্রুয়ারী ১৮, ২০২২)
১৪৫। সময়েরা তিন ভাই, মোহাম্মদ বিন তারেক (ফেব্রুয়ারী ১৭, ২০২২)
১৪৪। আনলিমিটেড ওয়াইফাই, সুকান্ত দাস (ফেব্রুয়ারী ১৬, ২০২২)
১৪৩। অশ্লীলতার প্রতিবাদ, উবায়দুল্লাহ আল ফারুক (ফেব্রুয়ারী ১৫, ২০২২)
১৪২। ভোরের বাতাস, আফরিনা নাজনীন মিলি (ফেব্রুয়ারী ১৪, ২০২২)
১৪১। কি করে বা ছুঁই তারে, কাজী এনামুক হক (ফেব্রুয়ারী ১৩, ২০২২)
১৪০। এক, মো নুরুন্নবী (ফেব্রুয়ারী ১২, ২০২২)
১৩৯। কয়েকটা মজার কথা, চিত্ত রঞ্জন সরকার (ফেব্রুয়ারী ১১, ২০২২)
১৩৮। নিঃশ্বাসের কোনো ধৰ্ম নেই, ডঃ অরিজিত বাগ (ফেব্রুয়ারী ১০, ২০২২)
১৩৭। সমাজ পরিবর্তনে যোগাযোগ, শরীফ নবাব হোসেন (ফেব্রুয়ারী ০৯,২০২২)
১৩৬। যায় যায় দিন হাজেরা কোরেশী অপি (ফেব্রুয়ারী ০৮,২০২২)
১৩৫। শব্দ ৩, বিশ্বজিৎ শাসমল(স্বপ্নচর)(ফেব্রুয়ারী ০৭,২০২২)
১৩৪। হলুদ শাড়ি, পাত্র সোমনাথ (ফেব্রুয়ারী ০৬,২০২২)
১৩৩। ছেলেবেলা ফিরিয়ে দাও, মণীষ (ফেব্রুয়ারী ০৫,২০২২)
১৩২। মতাদর্শের তর্ক, জিন্নুরাইন (ফেব্রুয়ারী ০৪,২০২২)
১৩১। জীবনের যন্ত্রনা, চিন্ময়ী মিত্র (ফেব্রুয়ারী ০৩,২০২২)
১৩০। একটু কষ্টে থেকো, মো কাওছার আহমদ (ফেব্রুয়ারী ০২,২০২২)
১২৯। প্রতিযোগিতা, আনিছুর রহমান (ফেব্রুয়ারী ০১, ২০২২)
১২৮। অজানা প্রশ্নের উত্তর, সরদার রহমত (জানুয়ারী ৩১ ,২০২২)
১২৭। এগারো ও তুমি, সৌমেন (জানুয়ারী ৩০, ২০২২)
১২৬। পাঁচটি কবিতা, কবি ফারহাত আহমেদ (জানুয়ারী ২৯, ২০২২)
১২৫। স্বপ্নেরা ফিকে হয়ে যায়, জসীম উদ্দীন মুহম্মদ (বোদ্ধা কবি)(জানুয়ারী ২৮, ২০২২)
১২৪। বর্ণবাদ, কবি চাঁছাছোলা (জানুয়ারী ২৭, ২০২২)
১২৩। কাগজ ও সুতোর গল্প, ঋষভ চার্বাক (জানুয়ারী ২৬, ২০২২)
১২২। ভাসছি সবাই প্রোফাইলে প্রোফাইলে, শব্দ মাধুকরী (আরিফুল ইসলাম) (ফেব্রুয়ারী ২৭, ২০১৯)
১২১। ছোট্ট নিশ্বাস, গোলাম রহমান (ফেব্রুয়ারী ২৬, ২০১৯)
১২০। বেওয়ারিশ লাশ, অসিত কুমার রায় (রক্তিম) (ফেব্রুয়ারী ০৫, ২০১৯)
১১৯। প্রাচুর্যের নিয়নবাতি, জাহিদ হোসেন রনজু (ফেব্রুয়ারী ০৪, ২০১৯)
১১৮। ঈশ্বর, দয়া করো আমায়, তামান্না ফেরদৌস (জানুয়ারী ২৭, ২০১৯)
১১৭। অনিবার্য মৃত্যুর সংলাপ ১০, কামাল উদ্দিন আজাদ খোকন (জানুয়ারী ২৬, ২০১৯)
১১৬। কিছু স্বপ্ন রেখে দিও, অসিত কুমার রায় (রক্তিম) (জানুয়ারী ২৫, ২০১৯)
১১৫। বয়ে বেড়াই এক আশ্চর্য বিষাদ, শেলি (জানুয়ারী ২৩, ২০১৯)
১১৪। যখন শব্দ ফুরিয়ে যায়, দীপক কুমার বেরা (জানুয়ারী ২২, ২০১৯)
১১৩। এবং নীরবতা, পারমিতা৫৮ (অনুরাধা) (জানুয়ারী ২১, ২০১৯)
১১২। অধিকার, মোঃ আব্দুল হাফিজ (জানুয়ারী ২০, ২০১৯)
১১১।মাঝে মাঝে বিষন্নতা চেপে বসে রোদের ভেতর, তামান্না ফেরদোউস (জানুয়ারী ১৯,২০১৯)
১১০। ক্ষমতার ব্যাধি, নূর ইমাম শেখ বাবু (জানুয়ারী ১৮, ২০১৯)
১০৯। শূন্য, ইন্তিখাব আলম (জানুয়ারী ১৩, ২০১৯)
১০৮। একটি অংক বিরোধী কবিতা, ফারহাত আহমেদ (জানুয়ারী ১২, ২০১৯)
১০৭। সুন্দরবন এখন সমীর প্রামাণিক (অম্বরীষ কবি) (জানুয়ারী ১০, ২০১৯)
১০৬। আমাকে অন্ধ ও বধির করে দাও, শব্দ মাধুকরী(আরিফুল ইসলাম) (জানুয়ারী ০৮, ২০১৯)
১০৫। ফাঁকা ঘরের আভিজাত্য, শ্রাবনী সিংহ (জানুয়ারী ০৭, ২০১৯)
১০৪। খবরের হয়েছে কবর, কবি চাঁছাছোলা (জানুয়ারী ০৬, ২০১৯)
১০৩। আমার মৃত্যু কামনা করো মা,জুনায়েদ বি. রাহমান (জানুয়ারী ০৫, ২০১৯)
১০২। যে স্মৃতি কথা বলে, এর বইয়ের উপর আলোচনা, কবি খলিলুর রহমান (ডিসেম্বর ২, ২০১৮)
১০১। মমি করা কফিন, মোঃ সায়িদুল আলম (সেপ্টেম্বর ১১, ২০১৮)
১০০ তম কবিতার উপর আলোচনা- অভিজ্ঞতা এবং টানাপোড়ন
- সরদার আরিফ উদ্দিন
(প্রকাশঃ সেপ্টেম্বর ৮, ২০১৮)
বাংলা কবিতা-কবি ও কবিতার ওয়েবসাইট এর সদস্য হিসেবে এক বছর পূর্তিতে, ১০০ কবিতার উপর আলোচনা করার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি । নানা ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে দিনে দিনে শততম কবিতা আলোচনা করা হয়ে গেল। খুব মনে পড়ে, অন্যদের কবিতায় এবং কবিতা আলোচনার পাতায় প্রথম যখন মন্তব্য করছিলাম, আগ্রহ ছিল একদিন আমিও আলোচনার পাতায় অংশগ্রহণ করবো, তখন অনেকেই খুব অনুপ্রানিত করেছিল বিশেষ করে কবি অনুরুদ্ধ বুলবুল খুব করে অনুপ্রেরণা দিয়েছিল, সমীর প্রামানিক সহ অনেকেই আমার আলোচনার উপর অনুপ্রেরণামূলক মন্তব্য দিয়ে আরও বেশী অনুপ্রেরণা দিয়েছিল। সবার কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা রইলো।
প্রথম কবিতা আলোচনা করেছিলাম কবি অনুরুদ্ধ বুলবুল এর ‘দহনের সুখ’ দিয়ে। খুব ভয়ে ভয়ে পোস্ট দিয়েছিলাম, আমার মত নবীন এক লেখক কতটা সাহস নিয়ে কবি অনিরুদ্ধ বুলবুল এর কবিতার উপর আলোচনা করি, অপেক্ষা করছিলাম মন্তব্যের জন্য, কিছু বানান ভুল সংশোধন করে দিলেন, আবারও অনুপ্রেরণা দিলেন নিয়মিত লেখার জন্য। উৎসাহ পেয়ে, লিখতে শুরু করলাম, একে একে আসরের অনেক বিখ্যাত সব কবি’দের কবিতার উপর আলোচনা সাহস করে প্রকাশ করতে থাকলাম, গতকাল শততম আলোচনা পূর্ণ হোল।
আলোচনার জন্য কবিতা নির্বাচন করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়েছি, প্রতিদিন প্রকাশিত সব কবিতা পড়া হয় না, কিছু কবিতা ভাল লাগে কিন্তু পুরোটা বুঝি না, কবিতা আলোচনা করার জন্য যতটা জ্ঞান এবং দক্ষতা থাকা দরকার সেটা তো নেই, তাই যে কবিতাগুলো খুব ভাল ভাবে বুঝেছি বলে নিজের কাছে মনে হয়েছে, হয়তো কবিতার ব্যাকরণে তা খুব ভাল নাও হতে পারে কিন্তু আমার কাছে খুব ভাল লেগেছে, আত্মবিশ্বাস পেয়েছি আলোচনা করার জন্য, সেগুলোই প্রথম বিবেচনায় নির্বাচন করেছি।
প্রথম থেকেই ভাবছিলাম, আলোচনার কাঠামো কেমন হতে পারে, এর মধ্যে প্রায় প্রতিদিন পাতা থেকে অন্যদের আলোচনা পড়ে পড়ে নিজের পরিপক্কতা বাড়ানোর চেষ্টা করেছি, নিজের মত করে নিজস্ব এক কাঠামো দাড় করানোর চেষ্টা করেছি। প্রত্যেক কবিই কবিতায় কোন কোন বক্তব্য পাঠকের কাছে রাখতে চান, একেক জন একেকভাবে সে বক্তব্য উপস্থাপন করেন, কেউ অনেক বেশী রূপক ব্যবহার করেন আবার কেউ বা প্রতিদিনের কথোপকথনের ভঙ্গিতে লিখেন, কেউ বা গল্প বলার ভঙ্গীতে লিখেন। খুব বেশী রূপক ব্যবহৃত কবিতা আমাকে খুব বেশী টানে না, আবার বক্তব্য বিহীন কবিতা, শুধু কবিতা লেখার জন্যই লেখা এমন কবিতাও আমাকে আকর্ষণ করে না। অন্যদিকে ব্যাকরণ মেনে চলা কবিতা অনেক সময়ই খুব ভাল বুঝি না । যে কবিতা পাঠকের বুঝতে কষ্ট হয় আমি সে জাতীয় কবিতা ইচ্ছে করেই এড়িয়ে চলি, অনেক কষ্ট করে বুঝতে চেষ্টাও করি না। একেবারেই আমার নিজের ভাল লাগা কিংবা পছন্দের উপর ভিত্তি করেই কবিতা নির্বাচন করেছি এর সাথে কবিতার মান কিংবা ভাল মন্দের কোন সম্পর্ক নেই।
কবিতা আলোচনা করার ক্ষেত্রে আমার নিজের একটা কাঠামো দাড় করানোর চেষ্টা ছিল বরাবরই, ভাল মন্দ বিবেচনা পাঠকের উপর থাকলো । মুলত, প্রথমেই কবিতাটির একটি তাত্ত্বিক কাঠামোর ভিত্তি দেয়ার চেষ্টা করেছি তারপর সেই কাঠামোতে কবিতাটির অবস্থান বেছে নিয়ে মুল আলোচনায় প্রবেশ করেছি, কবিতায় ব্যবহৃত উদাহরণ কিংবা কোন প্রেক্ষাপট এর সাথে আমার দেখা কিংবা অভিজ্ঞতার প্রেক্ষাপটকে মিলিয়ে দেখার চেষ্টা করেছি এবং সব শেষে কবিতায় যা যা বলতে চেয়েছে তার বিস্তারিত ব্যাখা দেয়ার চেষ্টা করেছি। প্রায় সবগুলো আলোচনাতেই এরকম একটি কাঠামো ব্যবহার করা হয়েছে।
অনেক ভাল ভাল কবিতাই আমার আলোচনায় আসেনি, খুবই দুঃখিত যে সব কবিতা পড়া হয়নি আবার বুঝতে পারি অনেক ভাল কবিতা কিন্তু আমার জানা বোঝার সীমানার বাইরে ছিল ফলে আর আলোচনায় আনা হয়নি। বেশ কয়েকজন কবির একাধিক কবিতা আলোচনা করেছি, কিছু কিছু কবিতা পড়ে এতটাই ভাল লেগেছে যে কবির পুরো পাতাই পড়ে শেষ করেছি।
ইচ্ছে থাকলো আগামী বছরও এভাবেই আলোচনার পাতায় থাকার চেষ্টা করবো । ভাবছিলাম, এ পর্যন্ত আলোচিত ‘কবিতা এবং আলোচনা’ একসাথে করে বই প্রকাশ করা যায় কিনা, অনেকের সাথেই আলোচনা করছিলাম আইডিয়াটি নিয়ে, কেউ কেউ বলছিল সব কবিতার লেখকের কাছ থেকে অনুমতি নিতে হয়ে, সবাই দিবে কি দিবে না, সে এক শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার ইত্যাদি ইত্যাদি।
এখানে আলোচিত ১০০ কবিতার তালিকা দেয়া হল (লেখক, কবিতার নাম এবং আলোচনা প্রকাশের তারিখঃ
১০০। বাবা’কে ধার দিবেন প্রভু-জি,এম, হারুন-অর-রশিদ (সেপ্টেম্বর ০৭, ২০১৮)
৯৯। স্কুল ব্যাগ-অমরেশ বিশ্বাস (সেপ্টেম্বর ০৬, ২০১৮)
৯৮। পাগলীটাও মা হয়েছে!আ জাহিদ রুদ্র ((সেপ্টেম্বর ০৫, ২০১৮)
৯৭। সময় যখন-শাহানারা রশিদ (সেপ্টেম্বর ০৪, ২০১৮)
৯৬। কাকাবাবুর স্ট্যাটাস-৯-- সৈকত পাল (নীরব দুপুর) ((সেপ্টেম্বর ০৩, ২০১৮)
৯৫। কিছু লোকের স্বভাব-এইচ আই হামজা (সেপ্টেম্বর ০২, ২০১৮)
৯৪। আমরা লাশ-শফিকুল ইসলাম শাফিক (সেপ্টেম্বর ০১, ২০১৮)
৯৩। দ্বিধান্বিত মন-আনোয়ার মজিদ (অগাষ্ট ৩১, ২০১৮)
৯২। স্বপ্নের মৃত্যু - তানভীর সিকদার (অগাষ্ট ৩০, ২০১৮)
৯১। দ্বিধান্বিত মন-আনোয়ার মজিদ (অগাষ্ট ২৮, ২০১৮)
৯০। দৃপ্ত আমার তৃপ্ত হৃদয়-আগুন নদী ((অগাষ্ট ২৭, ২০১৮)
৮৯। দূরবীনে মানুষ-Tamanna Ferdous (অগাষ্ট ২৬, ২০১৮)
৮৮। ফুল তোলা রুমাল-পারমিতা৫৮(অনুরাধা) (অগাষ্ট ২৫, ২০১৮)
৮৭। এ কী লজ্জা-বিভাংশু মাইতি (অগাষ্ট ২৪, ২০১৮)
৮৬। নিলাম সভ্যতা-মো. আবু ইউসুফ প্রভাষক ((অগাষ্ট ২৩, ২০১৮)
৮৫। একটি অন্যমনস্ক গাছ-- শাহরিয়ার শুভ (অগাষ্ট ২২, ২০১৮)
৮৪। ইচ্ছে ভয়-তন্ময় দে বিশ্বাস (অগাষ্ট ২১, ২০১৮)
৮৩। সীমাবদ্ধতা-- আশিকুজ্জামান (আশিক)(অগাষ্ট ২০, ২০১৮)
৮২। কুসংস্কারের বিশ্বযুদ্ধ-সৈকত পাল (নীরব দুপুর) ((অগাষ্ট ১৯, ২০১৮)
৮১। রক্ত বেচে ভাত খাব-এম ডি সবুজ (অগাষ্ট ১৮, ২০১৮)
৮০। আবেগ ও বিবেক-মোঃ রোকন আহমেদ (অগাষ্ট ১৭, ২০১৮)
৭৯। আত্মপ্রবঞ্চক-আফরিনা নাজনীন মিলি (অগাষ্ট ১৬, ২০১৮)
৭৮। পেটের দায়- নূর ইমাম শেখ বাবু (অগাষ্ট ১৫, ২০১৮)
৭৭। হিংসার দাবানল-সাইদুল ইসলাম (অগাষ্ট ১৪, ২০১৮)
৭৬। লাল মুলা চিবাই-গোলাম রহমান (অগাষ্ট ১৩, ২০১৮)
৭৫। শহুরে বৃষ্টি-সিবগাতুর রহমান (অগাষ্ট ১২, ২০১৮)
৭৪। নস্টালজিক টেলিফোন-- প্রবীর চ্যাটার্জী(ভোরের পাখি) (অগাষ্ট ১১, ২০১৮)
৭৩। গুজব-সাবলীল মনির (অগাষ্ট ০৯, ২০১৮)
৭২। লাশ নিবেন লাশ-বিপুল চন্দ (অগাষ্ট ০৮, ২০১৮)
৭১। চুরি হয়ে যায় সব-- কাজী জুবেরী মোস্তাক (অগাষ্ট ০৭, ২০১৮)
৭০। কেউ আজ প্রতিবাদ করে না-শেলি (অগাষ্ট ০৬, ২০১৮)
৬৯। দৃষ্টির আড়ালে-ড. শাহানারা মশিউর (অগাষ্ট ০৫, ২০১৮)
৬৮। বিদেশী-আর্যতীর্থ (অগাষ্ট ০৪, ২০১৮)
৬৭। প্রবেশ নিষেধ- সমীর প্রামাণিক (অম্বরীষ কবি) (অগাষ্ট ০৩, ২০১৮)
৬৬। একটি বেওয়ারিশ লাশের অপেক্ষা-জি,এম, হারুন-অর-রশিদ (অগাষ্ট ০২, ২০১৮)
৬৫। জীবনের গল্প-ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) (অগাষ্ট ০১, ২০১৮)
৬৪। অপেক্ষারাও ক্লান্ত- কনিকা সরকার (জুন ২৫, ২০১৮)
৬৩। চলো ঈশ্বর কণা খুঁজি-মিলেটস (জুন ২৪, ২০১৮)
৬২। সাফল্যের চাবিকাঠি-অশোক কুমার রজক (জুন ০৫, ২০১৮)
৬১। জীবনের ব্যাকরণ-আরিফ নীরদ (ফেব্রুয়ারী ২৪, ২০১৮)
৬০। ব্যবধান- মাহমুদুর রহমান খাঁন (ফেব্রুয়ারী ২২, ২০১৮)
৫৯। তুমি বাবা বলে-রেজাউল রেজা (নীরব কবি) (ফেব্রুয়ারী ২১, ২০১৮)
৫৮। কবিতাখোর- ওভী রহমান (ফেব্রুয়ারী ১৯, ২০১৮)
৫৭। নতুন পৃথিবীর সন্ধানে- গোলাম রহমান (ফেব্রুয়ারী ১৮, ২০১৮)
৫৬। কবির মৃত্যুদন্ড- জি,এম, হারুন-অর-রশিদ (ফেব্রুয়ারী ১৪, ২০১৮)
৫৫। অনুরোধ-মৌটুসি মিত্র গুহ (কেতকী) ((ফেব্রুয়ারী ১০, ২০১৮)
৫৪। ট্যাক্স-আর্যতীর্থ (ফেব্রুয়ারী ০৪, ২০১৮)
৫৩। বাবার শেষ চিঠি- জি,এম, হারুন-অর-রশিদ (ফেব্রুয়ারী ০১, ২০১৮)
৫২। গানিতিক প্রেম-- রবি (জানিয়ারী ৩১, ২০১৮)
৫১। পুরুষ হতে যেয়ে!- সুজন বিশ্বাস (জানিয়ারী ৩০, ২০১৮)
৫০। কবি ও কবিতা-যাদব চৌধুরী (জানিয়ারী ২৮, ২০১৮)
৪৯। নিজের সঙ্গে-সুবীর সেনগুপ্ত (জানিয়ারী ২৪, ২০১৮)
৪৮। বউ-শ্বাশুড়ি-ফয়েজ উল্লাহ রবি (পারিজাত)(জানিয়ারী ২২, ২০১৮)
৪৭। ঠোঁটকাটা-তমাল ব্যানার্জি (জানিয়ারী ২১, ২০১৮)
৪৬। নির্ভেজাল-সমীর প্রামাণিক (জানিয়ারী ২০, ২০১৮)
৪৫। অনুপ্রেরণা-ড. শাহানারা মশিউর (জানিয়ারী ১৮, ২০১৮)
৪৪। ইহাই গণতন্ত্র-তমাল ব্যানার্জি (জানিয়ারী ১৬, ২০১৮)
৪৩। একটা যুদ্ধ চাই-মোঃ হাবিবুর রহমান হাবিব (জানিয়ারী ১৫, ২০১৮)
৪২। আধুনিকতা- জ্যোতির্ময় ধর ((জানিয়ারী ১৪, ২০১৮)
৪১। কাঁচের দেওয়াল- পারমিতা৫৮ (অনুরাধা)(জানিয়ারী ১৩, ২০১৮)
৪০। প্রতিশো ধ-নাফিেসা সারওয়ার (জানিয়ারী ১১, ২০১৮)
৩৯। মুক্তির দাবীতে ঐক্যবদ্ধ হোক-কবীর হুমায়ূন (জানিয়ারী ১০, ২০১৮)
৩৮। রিপুর তাড়নায়-এম,এ, সালাম (জানিয়ারী ০৯, ২০১৮)
৩৭। ঠিকানা ফুটপাথ-রামপ্রসাদ (জানিয়ারী ০৮, ২০১৮)
৩৬। সম্পর্ক ও সংসার-মুহাম্মদ মনিরুজ্জামান (জানিয়ারী ০৭, ২০১৮)
৩৫। বর্ষ তোমায় দিলাম বিদায়-- অনুপ মজুমদার (জানিয়ারী ০৬, ২০১৮)
৩৪। নির্বাচিত কষ্ট-এ. এইচ লিমন ((জানিয়ারী ০৫, ২০১৮)
৩৩। জীবন-পলাশ দেব নাথ (জানিয়ারী ০৩, ২০১৮)
৩২। জীবন মানে-সোমাদ্রি (জানিয়ারী ০১, ২০১৮)
৩১। নষ্টা নারীর নীড়ে-এম,এ, সালাম (ডিসেম্বের ৩১, ২০১৭)
৩০। প্রায়শ্চিত্ত--অজিত কুমার কর ((ডিসেম্বের ২৯, ২০১৭)
২৯। একা থাকতে চাই-শহীদ উদ্দীন আহমেদ (ডিসেম্বের ২৮, ২০১৭)
২৮। স্বপ্ন বেচি--মামুনুর রশীদ (ডিসেম্বের ২৭, ২০১৭)
২৭। জীবন কোন প্রাচীর নয়-জসিম আহমেদ (ডিসেম্বের ২৬, ২০১৭)
২৬। বাল্য বিবাহ-পলাশ দেব নাথ ((ডিসেম্বের ২৫, ২০১৭)
২৫। নিজের মতো করে-অনীক মজুমদার ((ডিসেম্বের ২৪, ২০১৭)
২৪। মধ্যবিত্ত পরিবার-(ব্যঙ্গ)--গোপাল চন্দ্র সরকার (ডিসেম্বের ২১, ২০১৭)
২৩। মানুষ কী ভুলে যায় মানুষকে- মনোজ ভৌমিক(দুর্নিবার কবি) (ডিসেম্বের ১২, ২০১৭)
২২। পতিতা- রামপ্রসাদ ((ডিসেম্বের ১১, ২০১৭)
২১। টেনশন- মোজাহিদ (ডিসেম্বের ১০, ২০১৭)
২০। পুরুষ দিবসে...রীনা বিশ্বাস (হাসি) ((ডিসেম্বের ০৯, ২০১৭)
১৯। সময়ের অপেক্ষা-মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) (ডিসেম্বের ০৫, ২০১৭)
১৮। আমাকে ভাত দাও-রোকন আহমেদ (ডিসেম্বের ০৪, ২০১৭)
১৭। শর্তহীন মানুষ-জি,এম, হারুন-অর-রশিদ (ডিসেম্বের ০২, ২০১৭)
১৬। কনডম আর মায়াবড়ি হারাম-পি এম. জাহিদ (ডিসেম্বের ০১, ২০১৭)
১৫। রসায়নাগার-মাহমুদ সিদ্দিকী (নভেম্বর ৩০, ২০১৭)
১৪। কিষাণির দহন-কবির সরদার (নভেম্বর ২৯, ২০১৭)
১৩। প্রান্ত রেখা-অনিরুদ্ধ সৌরভ (নভেম্বর ২৮, ২০১৭)
১২। নিত্য দিনযাপন-অতনু (নভেম্বর ২৭, ২০১৭)
১১। সুখ যখন কষ্ট-এমকে চৌধুরী রানা (নভেম্বর ২৬, ২০১৭)
১০। শব্দটা আজ ভীষণ মেকী-মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)-(নভেম্বর ২৫, ২০১৭)
৯। একাকী জীবন-শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (নভেম্বর ২৪, ২০১৭)
৮। পিছনে ফিরে চাওয়া-- খলিলুর রহমান (নভেম্বর ২৩, ২০১৭)
৭। আলো আঁধার-যাদব চৌধুরী (নভেম্বর ২২, ২০১৭)
৬। রাসায়নিক সূত্র- সমীর প্রামাণিক (নভেম্বর ২১, ২০১৭)
৫। ভেবে পাই নে-হুমায়ুন শরীফ (প্রবাসী কবি) (নভেম্বর ২০, ২০১৭)
৪। ভুলের সৃষ্টিঃ ডলি পারভীন (নভেম্বর ১৯, ২০১৭)
৩। উপলব্ধি (কাব্য কণিকা ৫০তম)-পারমিতা৫৮ (অনুরাধা)(নভেম্বর ১৮, ২০১৭)
২। মধ্যবিত্ত সমাচার-প্রবীর চ্যাটার্জী (নভেম্বর ০৭, ২০১৭)
১। দহনের সুখ-অনিরুদ্ধ বুলবুল (নভেম্বর ০৫, ২০১৭)