আমার একটা কঠিন
অসুখ হয়েছে
ক্যান্সার হলেও ভালো হত;
কিন্ত, হল আরো কঠিন অসুখ।

পৃথিবীর কাছে নিজেকে
অনাকাংখিত
অবাঞ্চিত
অনাদৃত, মনে হয়।

পুরো জীবনব্যাপী
অসুখ হলেও বেচে যেতাম
যেমন, হার্টে ব্লক, ডায়াবেটিক
কিংবা অন্য কোন অসুখ
কিন্ত হলো
সার্বক্ষনিক পীড়িত থাকার অসুখ

সারাক্ষন মনে হয়-
"পৃথিবীতে আমার আসাটা ছিল
প্রকৃতির একটি ভুল সিদ্ধান্ত"

ডিসেম্বর ২৭, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা