মৃত্যুহীন পূণ্যতার চাষ
থাকে না নির্যাস;
মানবতা আর পূণ্যতা পরিপূরক
অজ্ঞতার উচ্চারনে সম্পুরক।
উত্তাল জীবনের আলিংগন যতো
ক্রমশ নিভে আসা গান
লাভাস্রোতের মতো;
বয়ে যাবে উৎসের দিকে অবিরত।
প্রায়শ্চিত্তহীন জীবনে
তারকা মেলার কোলাহল;
পাহাড়ের দরোজা খুলে গেলে
আকাশে দেখা দেবে শোরগোল।
শতকোটি বছরের ইতিহাস
বেমালুম ভুলে গিয়ে উপহাস;
পা থেকে খসে গেলে মাটি
দেখা দেবে, জবাবদিহিতার গ্লাস।
শেষ মূহুর্তেও থাকে সুযোগ
প্রতিপালকের কাছে ক্ষমাভিক্ষা;
দাম্ভিক আত্মার মনোঃসমীক্ষা
রাখে না ফিরে আসার ইচ্ছা।
তখন অনুশোচনায় দগ্ধ
সময়ের স্তব্ধ ঘূর্নন;
এখন উল্লাসে সময় ক্ষেপন
যেমন তেমন জীবন যাপন।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ৩, ২০২২, ভোর ৬টা