ইদানিং
ফেসবুক জুড়ে দেখি
নারী অধিকার, নারীর ক্ষমতায়ন
সম্পর্কিত নানা বক্তব্য;
গরুর জাবরকাটার মতো মনে হয়।
কখনো আবার
বাচ্চাদের মুখস্ত করা নদী কিংবা গরু রচনার মতো।
অধিকার, ক্ষমতায়ন
শব্দের অর্থ কে কবে বুঝেছে??
উচ্চবিত্তের এজেন্ডা, মধ্যবিত্ত নারী লালন করছে;
নিম্নবিত্তের নারী
দুমুঠো ভাতের অভাবে এখনো ধুকে ধুকে মরছে।
পুরুষতন্ত্র নারীর উলঙ্গ শরীরের মাপ দেখে
বাণিজ্যের প্রসার ফেঁদেছে;
বিনিময়ে দুটো টাকা ছুড়ে দিচ্ছে।
তথাকথিত আধুনিক নারী কুড়িয়ে পাওয়া টাকায় সুখ চেটেপুটে খাচ্ছে !
পুরুষের মতো হতে চাই
প্যান্ট শার্ট পড়তে চাই
হাফ প্যান্টেও আপত্তি নাই;
টপলেস হলে আরও ভালো, তীব্র দাবদাহ থেকে মুক্তি পাই।
মুখোমুখী রিপরীত পক্ষ
নারী মহামূল্যবান রত্ন;
লুকিয়ে রাখতে হবে পকেটে
কিংবা সিন্দুকে;
ইট পাথর মারো, প্রয়োজনে গুলি লোড করে রাখো বন্দুকে।
পক্ষ প্রতিপক্ষের
অহেতুক ইস্যুর কচকচানীতে
জীবনের ন্যায্যতা লুকোয় আপন কক্ষপথে।
পুরুষতন্ত্র জেকে বসে থাকে
নারী ও পুরুষের মগজে;
উদোম নৃত্যের ডান্স ফ্লোরে নারী আসে সেজে গুজে।
অধিকার, ক্ষমতায়ন
জমজ শব্দেরা তখনো থাকে পুজিবাদের কোলে বসে।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২৬, ২০২২, সকাল ৭টা