প্রত্যাশাহীন পৃথিবীতে বসবাস
প্রতিদিনের নির্মল নিঃশ্বাস
হতাশামুক্ত জীবনের আশ্বাস
চর্চা শুরু হউক, নুতন এক বিশ্বাস।
কারো কাছে কোন প্রত্যাশ নেই
সৃষ্টিকর্তাকে ভুলতে নেই
সাহায্যের হাত বাড়াতে দেরী নেই
সামর্থ্যের বাইরে যেতেও নেই।
ফেসবুকে পোষ্ট নেই
লাইক পাবার প্রত্যাশা নেই,
রাত জেগে অপেক্ষাও নেই
অন্যের মন্তব্যর ক্ষিপ্ত হবার সুযোগও নেই।
হলে ভালো, না হলেও ক্ষতি নেই
নিজের উপর আস্থা ভুলতে নেই
চেষ্টার কমতি নেই
আবার সক্ষমতার বাইরে কিছু চাইতেও নেই।
ভাগ্যে নির্ভরতা নেই
সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর আস্থা হারাতে নেই
যতটুকু হয় হউক, তার বেশি চাইতে নেই
হতাশা দেবীর দেখাও নেই।
তেলবাজির সময় নেই
স্বজনপ্রীতির ইচ্ছেটাই নেই
প্রমোশন না হলেও ক্ষতি নেই
বেচে থাকার সুযোগ হলে, আর তো কিছু চাওয়ার নেই।
ভারসাম্য দরকার জীবনের প্রতি পদে
শোকরিয়া আদায়, বিপদে আপদে
আচরনে ভারসাম্য, কথায় ভারসাম্য
কথা ও কাজে নেই তারতম্য।
প্রত্যাশাহীন পৃথিবীতে
সবাই আছে আশে পাশে
তবুও কোন চাওয়া নেই, পাওয়ার আকাঙ্ক্ষা নেই
কারো উপর ভরসাও রাখতে নেই।
নিজের কর্মদক্ষতা আর প্রত্যাশা
সৃষ্টিকর্তার উপর ভরসা
প্রতিটি মুহূর্তই অজানা
প্রতিদিনের পাওয়া না-পাওয়ার শোকরানা।
অন্যের কাছে
প্রত্যাশা কমাতে কমাতে, শূন্যে রাখা
জীবনের মূল দর্শন ভালো থাকা
নিজেকেই নিজের ভরসায় রাখা।।
প্রত্যাশাহীন পৃথিবী আমার
অন্যকের ভালো রাখার অঙ্গীকার
সকল অনাচারের প্রতিকার
শুদ্ধতায় আমি, কেবলই আমার।
নুতন এক পৃথিবী শুধুই
আমার
বিশ্বাসে আমার
আস্থায় আমার এবং
ভালো থাকায় আমার।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ৩০, ২০২২, সকাল ৭টা