ঘরহীন ঘরেই
আমার বসবাস, প্রতিদিন
কবরের সাথে আমার ঘরের পার্থক্য কি?
বুঝতে পারি না।
দৃশ্যমান কিছু পার্থক্য আছে বটে
কিন্তু আদতে কোন পার্থক্য নেই।
কবরের বাসিন্দাদের কোন ছায়া থাকে না
আমার ছায়া আছে
আমার একটা “আমি” আছে
ছায়াও আছে; গায়ে লেগে থাকে।
একটা দীর্ঘশ্বাস আছে
একটা ঘনপ্রশ্বাসের স্মৃতিও আছে।
আমার একটা ভালোবাসা আছে
এখনো ক্ষয় হয়নি;
একটি সত্যের অহমিকা আছে
একটি বিভ্রান্তির জীবন আছে;
মূল্যহীন এসব রাখার একটা পকেটও আছে
পকেটের ফুটো দিয়ে মাঝে মাঝেই বেরিয়ে আসতে চায়।
আমার একটা সূক্ষ্ম প্রেমানুভূতি আছে’
ঈশ্বর, প্রকৃতি, পথশিশু, অবোধ প্রানীকে বিলিয়ে দিয়েও
কিছুটা অক্ষত রয়েছে;
একটা নির্বোধ আকাঙ্ক্ষা আছে
কেউ বোঝেনি
আমার কাছেই তা ঘুমিয়ে আছে।
এখানে দহন আছে
ঈশ্বরের কৃপায় যন্ত্রনাক্লিষ্ট আয়ু বেঁচে আছে;
নিজের সাথে কথা বলার অনেক ‘কথা’ আছে
কখনো বির্বাক অভিব্যক্তি আছে;
আমার ঘরহীন ঘরে একটি অমূল্য রত্ন আছে
স্বপ্নটুকু এখনো জীবিত আছে।
কাশিপুর কবরস্থান, নারায়নগঞ্জ
অক্টোবর ৫, ২০২২, সন্ধ্যে ৭টা
(নোটঃ এই নামে কবি শামসুর রহমান এর একটি কাব্যগ্রন্থ আছে)