অনেকবার, অসংখ্যবার
বলেছি
একবার শাড়ি পড়ে এসো, একসাথে কফি খাবো
নিরবিচ্ছিন্ন গল্পে মেতে উঠবো

একবারও এলে না
অথচ, তোমার ফেসবুকের টাইমলাইনে
অনেক মানুষের সাথে শাড়ি পরিহিত ছবি দেখি।

কেন এলে না? ইচ্ছে করে?

তোমার সাথে সম্পর্কের
অনেকটা বছর পার হোল

এখন অবশ্য,
প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি

তুমি ভালো থেকো

মার্চ ১৬, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা