আফ্রিকান প্রেম, বিরহ
দুটোরই গভীরতা এবং দৃঢ়তা;
মনে হয় অনন্য এক উচ্চতা।
পাশ্চাত্য প্রেম পুজিবাদের
মোড়কে ঠাসা;
অনুভব থাকে ভাসা ভাসা।
ইউরোপিয়ানদের প্রেমের আকুতি
কখনো মনে হয় মানসিক বিকৃতি;
সহসা নেই, এর থেকে নিস্কৃতি।
এশিয়ান প্রেমে থাকে ভীতি
বহু বছরের প্রাচীন নানা রীতি নীতি;
অধুনা পাশ্চাত্য প্রাচ্যের মিশেল আকৃতি।
আদিবাসী সংস্কৃতিতে
ভিন্নরূপের প্রেম দেখি;
প্রগাঢ়তা প্রকাশে কিছুই থাকে না বাকী।
ধর্মীয় সংস্কৃতিতে
প্রেমে থাকে নানা বাধা
সঠিক ধারনাবিহীন বক্তব্য আধা আধা।
নানা জাতির প্রেমে ভিন্নতা
তবুও থাকে স্বর্গীয় সুধা;
দিল্লিকা লাড্ডু, প্রেম এবং বিয়ে একটা ধাঁধা।
ডিসেম্বর ১, ২০২২ রাত ১২টা
মিরপুর, ঢাকা