৯০০তম কাব্য-মাইনস্টোন ছুয়ে গেলাম
তোমাকে পূর্ণ সত্ত্বায়
অনুভব করি
অনুভবের তাপে প্রতিনিয়ত পুড়ি
ভুলগুলোর স্মৃতি আসে
বারে বারে, ফিরে ফিরে
কান্নার জল চিবুক পর্যন্ত গড়িয়ে পড়ে
কতটা সময় আড়াল হলে
অবশেষে মুক্তি মেলে
কতটা প্রায়শ্চিত্ত অতিক্রম হলে
তখন আমি ছিলাম দূরে
এখন তুমি
দূরে গিয়ে, হারিয়েই গেলে
কিছু অভিমান নিয়ে গেলে
আর কিছ অভিযোগ আমার
কপালে একে দিলে
বাকীটা জীবন
আমার কি মুক্তি মেলে?
নিজের কাজেই প্রশ্ন, সুখ কি তবে পেলে?
সময়ের আচড়
সময়েই আকড়ে ধরে
ভেতরটা তোলপাড় করে মরে
কার কাছে আশ্রয় নিবো
আর কতটা প্রায়শ্চিত করলে
তবে, দুদন্ড শান্তি মিলবে? ট
কোন একদিন
আবার কি দেখা পাবো তোমার
ঈশ্বর কি প্রার্থনা মঞ্জুর করবে আমার?
ডিসেম্বর ১৮, ২০২২ বিকেল ৫টা
কাশিপুর কবরস্থান, নারায়নগঞ্জ