ঘটনা ভীষন হয়
যখন সত্যি সত্যিই কোন দুর্ঘটনা ঘটে;
কানাঘূষা তখনই হয়
যখন ঘটনার পেছনে কিছু তো থাকে বটে!!
প্রেমানুভূতি তখনই জোড়ালো হয়
যখন স্পন্দিত অনুরনণ থাকে ঠোটে;
নিঃস্বতার ক্ষরণ তখনই হয়
যখন তুমি থাকো অন্য কোন ঘাটে।

আকাশে অর্ধেক চাঁদের গায়ে
আমাদের চুমুর দাগ এখনো মোছেনি;
যাবার সময় পেছন ফেরে দেখোনি
দেড় যুগ পরেও আমি কিছুই ভুলিনি।

প্রেম হলো
কিছুটা সময় একে ওপরকে অনুভবে নিলো
তারপর; দাম্পত্য জীবন শুরু করলো
একে অপর থেকে বিদায় নিলো যখন ঈশ্বর ডেকে নিলো।

আমার মধ্যে একটা সমূহ সম্ভবনা
তোমার কল্পনা;
সফলতায় কিছুটা এগিয়ে
তোমার অনাপত্তিতে বিয়ে;
স্বপ্নের সম্ভাবনা প্রায় সমাপ্তিতে
একই ছাদের নীচে, তুমি আমি ভিন্ন বিছানাতে।


প্রেম, বিরহ, দাম্পত্য, সুখ, একাকীত্ব
বিরহের অনুভূতি প্রকাশে আধিপত্য;
সুখ প্রকাশে কবিতা হয় না, পাঠক নেয় না
নিরবিচ্ছিন্ন সুখে কবি’র কলম চলে না।
বিরহে কবিতা বিষন্ন হলেও; একজন কবি আক্রান্ত হয় না।  

মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২১, ২০২২, ভোর ৬টা