তোমার সাথে আমার
সম্পর্কের গাঢ়তা নেই;
প্রেম হয়নি
ভালোবাসার ও জন্ম হয়নি;
তবুও ঈর্ষা যায়নি!!
লাল গোলাপ হাতে
অন্য কারো জন্মদিনে
তোমায় শুভেচ্ছায় জানাতে দেখি
আমি ঈর্ষায় মরি
কষ্টের অভিমানে থাকি !!
মাঝে মাঝে কোন এক সুযোগে
তোমার পাশে পাশে থাকি;
কোলাহলে অনেকের সাথে
উচ্ছল হাসিতে ফেটে পড়তে দেখি;
অভিযোগ বুকে চেপে গোপনে ফিরে আসি।
ম্যাসেঞ্জারের সবুজ আলোয়
নিজেকে উদ্দীপ্ত রাখি;
ফেসবুকের স্ট্যাটাসের অপেক্ষায় থাকি
হাজারো মন্তব্য অবহেলায় দেখি;
ভীষনভাবে মুষড়ে পরি।
ইচ্ছেকরেই অনেক দিন আড়ালে থাকি
যোগাযোগ বন্ধ রাখি;
তোমার আহ্বানটা তখনো বাকী
তবুও ফিরে ফিরে আসি;
বিনা কারনেই থাকতে চাই তোমার পাশাপাশি।
ঈর্ষা, ক্ষোভ, অভিমান, অভিযোগ
এসবই আমার মানষিক রোগ;
তোমার কারনেই আমার দুর্ভোগ।
কাছে থাকার সময়টাও হয় না সুখভোগ
দৃঢ প্রতিজ্ঞ, ভালো থেকো, আর করবো না কোন অভিযোগ।
মিরপুর, ঢাকা
অক্টোবর ৬, ২০২২, সন্ধ্যে ৭টা