অথচ আমরা তো কথা দিয়েছিলাম
আমরা মানুষেরা শেষাবধি
মানুষই থাকবো
আমৃত্যু ফলপ্রসু করে তুলবো মানব প্রজন্মকে।
আমরা তো লজ্জা পেয়েছিলাম
উলঙ্গতায়,
শরীর থেকে কাপড় খুলে গিয়েছিলো
বিশ্বাসঘাতকের ছলচাতুরতায়।
আমরা তো আগেই জেনেছিলাম
অনিবার্য মৃত্যুর দেশে পাড়ি দিতে হবে একদিন
যতো পারি সঞ্চয় সাথে নিতে হবে
এদেশে বাণিজ্য করে, ওদেশে নিশ্চিন্তে থাকবো বলে।
আমরা তো শ্রেষ্ঠ হিসেবেই জন্ম নিয়েছিলাম
কিন্তু শ্রেষ্ঠত্বে, অহংকারি হবো না
অন্য সৃষ্টিকে অবজ্ঞা করবো না
এমন অঙ্গীকারই তো ছিল।
শুরুতেই তো জেনেছিলাম
কিন্তু নীতিমালা, নিষেধাজ্ঞা, আদেশ, নিষেধ;
থাকবে, জীবন পরিচালনায় এসবের দরকার হবে খুব বেশি
উলঙ্গ কিংবা অর্ধ- উলঙ্গ থাকায় পশুদের ক্ষতি হয় না, শ্রেষ্ঠত্বের হয় ।
আমরা কি জানতাম না?
ভয়, আশংকা, আশ্রয়, প্রশ্রয়, ক্ষমা, নৈতিকতা
এসবের মধ্য দিয়ে চলবে জীবন
তবে এখন কেন অস্থির হচ্ছি?
আমরা কি ভুলে গেছি সব অঙ্গীকার?
কোন একদিন মনে হবে আবার;
উপায় নেই অন্য কোথাও যাবার
সে দিনটি আসবেই সবার।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ৫, ২০২২, ভোর ৬টা