একদিন বিদ্যুৎবাতিকে
বিষন্ন তারা ভেবে
ছুয়ে দিয়েছিলাম, পুড়ে গেছে দেহ
মন আচ্ছন্ন হয়েছে, আক্রান্ত হয়েছে;
আক্রান্ত মন নিয়েই চলেছি।
অনেকদিন আগে
আলোর ঝলকানিকে
নরম, মোলায়েম আলো ভেবে
জড়িয়ে ধরেছিলাম;
চুমু খেয়েছিলাম;
পুড়ে গেছে ঠোট, রক্তের শিরা উপশিরা
আজও তার চিনহ বহন করছে।
বেশ কিছুদিন আগে
পূর্নিমার চাঁদ দেখে আমার
মতিভ্রম হয়েছিল;
কাছে গিয়ে দেখি, আমার খেয়ালি মন
অনেকটাই ভুল করেছে;
যে স্মৃতি আজও আছে
সময়ের ডায়েরিতে ছড়িয়ে ছিটিয়ে।
দীর্ঘ সময় পরে
আমি জেগেছি গভীর জলের ভেতর
নদীতে উত্তাল ঢেউ
তীব্র স্রোতের ধাক্কা;
দিশেহারা নাবিকের মতোই
তারার আলোয় পথ খুজছি;
তারাগুলোও কি কষ্টে জ্বলে জ্বলে
নিভে যায়!!
ওইখানে দেখি আমার মতোই অসংখ্য মানুষের ঢল;
বোবা কান্নার তীর তীর জলে
ফিরে যাবার পথ তৈরি হচ্ছে;
অনন্ত কালের যাত্রা
হয়তো বা আকাশ পথে না হয়ে
সমুদ্র পথেই হবে!!!
বসুন্ধারা, ঢাকা
অক্টোবর ২৬, ২০২২, সকাল ১১টা